ইবির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেলের নতুন পরিচালক ড. মোস্তফা জামাল হ্যাপী
- Update Time : ০৯:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
- / 226
শাহিন রাজা, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেলের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। সোমবার (৩০ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদের মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। ৩১শে জানুয়ারি থেকে আগামী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন এবং নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বা প্রেস প্রশাসক, সহকারী প্রক্টর ও হাউস টিউটরসহ নানা দায়িত্ব পালন করে আসছিলেন।
অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বলেন, এর আগে প্রসাশন আমাকে কিছু দায়িত্ব দিতে চেয়েছিল কিন্তু নানা কারণে আমি অপারগতা প্রকাশ করলেও এই দায়িত্বটি নিয়েছি। আমি একাডেমিক কাজের সাথে জড়িত থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই এই ক্ষেত্রটিতে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করার সুযোগ আছে বলে মনে করছি।