হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ ছয় লাখ ৮৩ হাজার
- Update Time : ০২:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
- / 177
নিজস্ব প্রতিবেদকঃ
গত বছর দুটি থাকলেও এবার হজে যেতে সরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত প্যাকেজ অনুযায়ী, হজযাত্রায় সরকারি ব্যবস্থাপনায় প্রত্যেকের খরচ হবে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা।
বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়।
পরে সভা শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকের হজ প্যাকেজ সম্পর্কে জানান।
প্রতিমন্ত্রী জানান, এবার বাংলাদেশ থেকে এক লাখ ১৭ হাজার ১৯৮ হজ করতে পারবেন। তার মধ্যে সরকারি ১৫ হাজার ও বেসরকারি এক লাখ দুই হাজার ১৯৮ জন হজে অংশ নেবেন।
এদিকে গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এবার খরচ বেশি কেন এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, রিয়েলের মূল্য বৃদ্ধিতে ব্যয় বেড়েছে। এমনিতে খরচ বাড়েনি।
Tag :