ইবিতে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত
- Update Time : ০৬:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / 458
শাহিন রাজা, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে প্রবেশন: বাংলাদেশের বিদ্যমান আইন ও বাস্তবতা’ শীর্ষক শিরোনামে এম.ফিলকে পিএইচ.ডি প্রোগ্রামে স্থানান্তরের শর্ত পূরণের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় ‘আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ’ বিভাগের আয়োজনে আইন অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন গবেষণা তত্বাবধায়ক ও বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. নুরুল ইসলাম এবং আইন বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম।
সেমিনারে মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক জনাব আনোয়ারুল ওহাব ও অধ্যাপক ড. আমজাদ হোসেন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পি.এইচ.ডি গবেষক কামরুল ইসলাম।