কুবিতে সেরা ১৭ শিক্ষকের মধ্যে নেই ১০ বিভাগের কেউ
- Update Time : ০৯:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / 159
সাঈদ হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গবেষণা নৈপুণ্যের সম্মাননাস্বরূপ ১৭ জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেরা ১৭ শিক্ষকের মধ্যে নেই ১০টি বিভাগের কোন শিক্ষক। ১৯টি বিভাগের মধ্যে ৯ বিভাগের ১৭ জন শিক্ষককে প্রথমবারের মত ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকদের হাতে সনদপত্র ও প্রণোদনা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের ৪১১নং রুমে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ও সহযোগী অধ্যাপক শফিউল্লাহ। পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মিথুন কুমার দাস, সহযোগী অধ্যাপক ড. মো. খলিলুর রহমান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন। এআইএস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী ও সহকারী অধ্যাপক শারমিন আক্তার রূপা। সিএসই বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী ও সহকারী অধ্যাপক মেশকাত জাহান। পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ফয়েজ আহমেদ। ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ দেবনাথ, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ও প্রভাষক সাদিয়া জাহান। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার। আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. শরীফুল হোসেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রলীগ নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, কুমিল্লা জেলা পুলিশ সুপার, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।