ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্লোভেনিয়া

  • Update Time : ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 206

আন্তর্জাতিক ডেস্কঃ 

দেশর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে স্লোভেনিয়া। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সাংবাদিক ও আইনজীবী নাতাসা পিরক মুসার। যিনি সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী ছিলেন। তিনি স্লোভেনিয়ার বামপন্থী সরকারের সমর্থন নিয়ে এই নির্বাচনে লড়েছিলেন।

সোমবার (১৪ নভেম্বর) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাতাসা পিরক মুসার দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নাতাসা পিরক মুসার ৫৪ শতাংশ ভোট পেয়েছেন আর তার প্রতিদ্বন্দ্বী আনজে লোগার পেয়েছেন মাত্র ৪৬ শতাংশ ভোট বলে জানিয়েছেন দেশটির নির্বাচন কমিশন।

স্লোভেনিয়ার প্রায় ২০ লাখ ভোটারের মধ্যে উপস্থিতি ছিল মাত্র ৪৯ দশমিক ৯ শতাংশ।

জয়ের পর পিরক মুসার বলেন, “ইউরোপীয় ইউনিয়নের গণতান্ত্রিক মূল্যবোধ থেকেই স্লোভেনিয়া তাদের প্রেসিডেন্ট নির্বাচন করেছে।”

তিনি আরও বলেন, “বিশ্ব এখন জলবায়ু পরিবর্তনের কারণে কঠিন সময়ের মুখোমুখি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্ম যাতে একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশে বাস করতে পারে তার ব্যবস্থা করা।”

Tag :

Please Share This Post in Your Social Media


ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্লোভেনিয়া

Update Time : ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ 

দেশর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে স্লোভেনিয়া। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সাংবাদিক ও আইনজীবী নাতাসা পিরক মুসার। যিনি সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী ছিলেন। তিনি স্লোভেনিয়ার বামপন্থী সরকারের সমর্থন নিয়ে এই নির্বাচনে লড়েছিলেন।

সোমবার (১৪ নভেম্বর) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাতাসা পিরক মুসার দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নাতাসা পিরক মুসার ৫৪ শতাংশ ভোট পেয়েছেন আর তার প্রতিদ্বন্দ্বী আনজে লোগার পেয়েছেন মাত্র ৪৬ শতাংশ ভোট বলে জানিয়েছেন দেশটির নির্বাচন কমিশন।

স্লোভেনিয়ার প্রায় ২০ লাখ ভোটারের মধ্যে উপস্থিতি ছিল মাত্র ৪৯ দশমিক ৯ শতাংশ।

জয়ের পর পিরক মুসার বলেন, “ইউরোপীয় ইউনিয়নের গণতান্ত্রিক মূল্যবোধ থেকেই স্লোভেনিয়া তাদের প্রেসিডেন্ট নির্বাচন করেছে।”

তিনি আরও বলেন, “বিশ্ব এখন জলবায়ু পরিবর্তনের কারণে কঠিন সময়ের মুখোমুখি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্ম যাতে একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশে বাস করতে পারে তার ব্যবস্থা করা।”