সব জায়গায় ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া লেগেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- Update Time : ১১:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / 200
জাননাহ, ঢাবি প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে এখন প্রত্যন্ত অঞ্চল বলতে কিছুই নেই, সব জায়গায় আলো জ্বলছে।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাবি আইটি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাবি আইটি সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অরিফ দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুণ অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হোক চরকুকরিমুকরি কিংবা সুন্দরবন— সব জায়গায় ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া লেগেছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ সরকার সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে। দেশের নাগরিকদের সাইবার নিরাপত্তার জন্য আমাদের যথেষ্ট লোক নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা অভিযোগ দায়ের করুন। প্রয়োজনে ৯৯৯-এ কল করুন। দেখবেন আপনার পাশে পুলিশ এসে উপস্থিত।
সাইবার অপরাধ শনাক্তকরণে দেশ প্রায় শতভাগ সফল উল্লেখ করে তিনি বলেন, আপনাদের ঘাবড়ে গেলে চলবে না। বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশের জন্য সম্মান বয়ে আনছে, ফুটবল দল নিয়ে আসছে ট্রফি। আমরা দেশে ডিজিটাল ক্রাইম শনাক্তের জন্য ‘এনটি এমসি’ টিম গঠন করেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চরকুকরিমুকরির চাষি এখন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে। তার ফসলে কোন সার প্রয়োগ করবে, কবে ফসল তুলবে। এ সবকিছুই সহজ করেছে দেশের ডিজিটালাইজেশন।
সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ এবং ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় গত ৩০ অক্টোবর ইডেন কলেজে এই কর্মশালা শুরু হয়। এরপর ৪ নভেম্বর পর্যন্ত চলে গভর্মেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও শামসুন্নাহার হলে।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং অভিজ্ঞ সাংবাদিকরা। কর্মশালা শেষে ছিল তথ্যপ্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।
বিশেষ এই কর্মশালা আয়োজনে সহযোগিতা করেছে নগদ, ডেল টেকনোলজিস, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড এবং সরকারের ডিজিটাল লিটারেসি সেন্টার।
এ অনুষ্ঠানের মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।