বুটেক্সে প্রথম দিনের ভর্তি শেষে ফাঁকা ২৪৭ আসন
- Update Time : ১১:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / 411
সাবাইম ইসলাম, বুটেক্স প্রতিনিধি:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (৪৮তম ব্যাচ) প্রথম দিনের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে। এ দিন মেধা ও অপেক্ষমান তালিকা মিলিয়ে ১ হাজার ১৭ আসনের বিপরীতে ৩৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
অন্যদিকে, প্রথম দিনের ভর্তি কার্যক্রম শেষে ২৪৭ টি আসন খালি রয়েছে।
অন্যবারের মতো এবারও ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের (ডব্লিউপিই) আসন আগেই পূর্ণ হয়েছে। আজকের ভর্তি কার্যক্রমে ১০ টি ডিপার্টমেন্টের সর্বমোট ৬০০ আসনের মধ্যে ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সবগুলো আসন পূর্ণ হয়েছে।
এছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এ ৫৪, ডাইস এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ২৪, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এ ৬৮, টেক্সটাইল মেশিন ডিজাইন এন্ড মেইন্টেনেন্স এ ২৫, এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ৩৬ এবং টেক্সটাইল ফ্যাশন ডিজাইন বিভাগে ৪০ টি আসন ফাঁকা রয়েছে।
ভর্তি কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম। ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তির জন্য পরবর্তী নোটিশের মাধ্যমে ডাকা হবে।