জার্মানির বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাবির সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : ০৯:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • / 171

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

জার্মানির টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সমঝোতা স্মারক এর আওতায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং এমফিল ও পিএইচডি ডিগ্রিসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ম্যাথিয়াস উইলেমস নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও কেমিকৌশল, রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলসহ ফলিত বিজ্ঞান ও প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

পাশাপাশি উভয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করবে বলেও জানানো হয়েছে এ বিজ্ঞপ্তিতে।

Tag :

Please Share This Post in Your Social Media


জার্মানির বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাবির সমঝোতা স্মারক স্বাক্ষর

Update Time : ০৯:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

জার্মানির টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সমঝোতা স্মারক এর আওতায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং এমফিল ও পিএইচডি ডিগ্রিসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ম্যাথিয়াস উইলেমস নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও কেমিকৌশল, রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলসহ ফলিত বিজ্ঞান ও প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

পাশাপাশি উভয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করবে বলেও জানানো হয়েছে এ বিজ্ঞপ্তিতে।