রাবিতে শিক্ষক লাঞ্চনার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
- Update Time : ০৯:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / 159
রনি আহমেদ,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সের বিভাগের অধ্যাপক ড. মোইজুর রহমানকে লাঞ্চিতের ঘটনায় অভিযুক্ত ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (বিবিএ) শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা সৌমককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর,২০২২) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ.এইচ.এম আসলাম হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়,’ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করায় ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী আবু সিনহা সৌমককে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো। পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার অংশ হিসেবে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগ বনাম ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের খেলা অনুষ্ঠিত হয়। এসময় টাইব্রেকারে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সের অধ্যাপক ডাঃ মোইজুর রহমান মিমাংসার জন্য এগিয়ে গেলে আইবিএ শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা সৌমিক তার কলার ধরে টানাহেঁচড়া করে এবং অন্যান্য শিক্ষার্থীদের মারধর করে। এর পরের দিন সিনহার শাস্তি চেয়ে মানববন্ধ ও সংবাদসম্মেলন করে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা এবং গত ১৪ সেপ্টেম্বর রাবি শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিযুক্তের যথাপোযুক্ত শাস্তি দাবি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়।