জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স

  • Update Time : ১২:৩৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / 180

সাবাইম ইসলাম জীম, বুটেক্স প্রতিনিধিঃ

বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত “স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ২০২২”-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর), বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে (বুটেক্স)। এর আগে সেমিফাইনালে জাবির আ.ফ.ম নাসির উদ্দীন হলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো বুটেক্স বিতার্কিক দল।

আজকের ফাইনাল বিতর্কের বিষয় ছিল, “শুদ্ধাচার ও নৈতিকতা গঠনে পরিবারের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই মুখ্য।” বিষয়টির বিপক্ষে অংশ নেয় বুটেক্স এবং পক্ষে অংশগ্রহণ করে জাবি। বুটেক্সের হয়ে বিতর্ক করেছেন শাকিল আহমেদ সাগর, নাঈম মাহমুদ এবং মুজাহিদুর রহমান রুম্মান। ফাইনালের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ সাগর।

চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি সম্পর্কে বুটেক্স বিতর্ক দলের সদস্য নাঈম মাহমুদ বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কে বহুবার বুটেক্সকে চ্যাম্পিয়নের শিরোপা এনে দিতে পারলেও জাতীয় পর্যায়ের টেলিভিশন বিতর্কে আমরা কখনো ফাইনালের মঞ্চে নিয়ে যেতে পারি নি। তাই অনেকদিন ধরেই এই সুপ্ত ইচ্ছাটি আমাদের ছিলো আর বাংলাদেশ টেলিভিশন থেকেও প্রথমবার আমন্ত্রণ পেয়েই ফাইনালের মঞ্চে বুটেক্স এবং চ্যাম্পিয়ন হয়েছি। তাই অনুভূতিটা অনেক বেশি আবেগ আর ভালোলাগার সংমিশ্রণ।”

বুটেক্স রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শাহ ড. আলিমুজ্জামান বলেন, এই টিমের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিলো যে তারা বিজয়ী হতে পারবে, এছাড়া টেক্সটাইল কলেজ যখন ছিলো তখন ও শাকিল ও তারান্নুম নামের দুজন ক্যাম্পাসে ডিবেট শুরু করেছিলো। নিঃসন্দেহে বুটেক্সের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা অর্জন, ইনশাআল্লাহ জাতীয় সকল পর্যায়ে আমাদের ছেলেরা ভালো করবে।

উক্ত বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দীন।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর মোট ১০৪ টি দল অংশগ্রহণ করে।

Tag :

Please Share This Post in Your Social Media


জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স

Update Time : ১২:৩৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

সাবাইম ইসলাম জীম, বুটেক্স প্রতিনিধিঃ

বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত “স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ২০২২”-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর), বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে (বুটেক্স)। এর আগে সেমিফাইনালে জাবির আ.ফ.ম নাসির উদ্দীন হলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো বুটেক্স বিতার্কিক দল।

আজকের ফাইনাল বিতর্কের বিষয় ছিল, “শুদ্ধাচার ও নৈতিকতা গঠনে পরিবারের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই মুখ্য।” বিষয়টির বিপক্ষে অংশ নেয় বুটেক্স এবং পক্ষে অংশগ্রহণ করে জাবি। বুটেক্সের হয়ে বিতর্ক করেছেন শাকিল আহমেদ সাগর, নাঈম মাহমুদ এবং মুজাহিদুর রহমান রুম্মান। ফাইনালের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ সাগর।

চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি সম্পর্কে বুটেক্স বিতর্ক দলের সদস্য নাঈম মাহমুদ বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কে বহুবার বুটেক্সকে চ্যাম্পিয়নের শিরোপা এনে দিতে পারলেও জাতীয় পর্যায়ের টেলিভিশন বিতর্কে আমরা কখনো ফাইনালের মঞ্চে নিয়ে যেতে পারি নি। তাই অনেকদিন ধরেই এই সুপ্ত ইচ্ছাটি আমাদের ছিলো আর বাংলাদেশ টেলিভিশন থেকেও প্রথমবার আমন্ত্রণ পেয়েই ফাইনালের মঞ্চে বুটেক্স এবং চ্যাম্পিয়ন হয়েছি। তাই অনুভূতিটা অনেক বেশি আবেগ আর ভালোলাগার সংমিশ্রণ।”

বুটেক্স রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শাহ ড. আলিমুজ্জামান বলেন, এই টিমের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিলো যে তারা বিজয়ী হতে পারবে, এছাড়া টেক্সটাইল কলেজ যখন ছিলো তখন ও শাকিল ও তারান্নুম নামের দুজন ক্যাম্পাসে ডিবেট শুরু করেছিলো। নিঃসন্দেহে বুটেক্সের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা অর্জন, ইনশাআল্লাহ জাতীয় সকল পর্যায়ে আমাদের ছেলেরা ভালো করবে।

উক্ত বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দীন।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর মোট ১০৪ টি দল অংশগ্রহণ করে।