শেষ দিনেও ভর্তিচ্ছুদের পাশে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদ
- Update Time : ১১:৪৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / 194
ঢাকা কলেজ প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তসাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় আংশগ্রহণের জন্য ঢাকা কলেজ কেন্দ্রে আগত শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় নানা তথ্য দিয়ে সহযোগিতা করেছে ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
শুক্রবার (২৬ আগস্ট) বানিজ্য অনুষদের ভর্তি পরীক্ষার সময় ঢাকা কলেজের মূল ফটকের সামনে হেল্প ডেস্ক স্থাপন করে ছাত্র সংগঠনটি। শিক্ষার্থীদের আসন বিন্যাস খুঁজে দেওয়া, মাস্ক, ব্যাগ, ঘড়ি ও মোবাইল জমা রাখাসহ বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
আজ সকাল এগারটা থেকে বারটা পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের বানিজ্য অনুষদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। জানতে চাইলে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জিহাদ আসলাম বলেন, ভোলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইলসহ সব ধরনের ডিভাইস এবং অন্যান্য সামগ্রী যা নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই, তা আমরা জমা রাখি এবং পরীক্ষা শেষে এসব জিনিপত্র হস্তান্তর করি। পাশাপাশি তাদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা হয়। আগামী দিনেও শিক্ষার্থীদের পাশে থাকবে ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় পাশে থাকবে।
ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদ ছাড়াও অন্যান্য জেলা ভিত্তিক ছাত্র সংগঠনের মধ্যে বগুড়া ছাত্রকল্যাণ পরিষদ, লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদ, ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ পরিষদ, নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদ ও বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদসহ আরো কয়েকটি সংগঠন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় করেছে।
উল্লেখ্য, রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের বাণিজ্য অনুষদের স্নাতক শ্রেণির এই ভর্তি পরীক্ষা। আর বানিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা।
রাজধানীর আটটি কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।