সেমিস্টার পরীক্ষার আগেই প্রকাশ করতে হবে ইন্টার্নাল নম্বর : উপাচার্য
- Update Time : ০৪:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / 165
জাককানইবি প্রতিনিধি:
সেমিস্টার পরীক্ষার আগেই ইন্টার্নাল (মিড-১,২, অ্যাসাইনমেন্ট,এটেন্ডেন্স) পরীক্ষার নম্বর বাধ্যতামূলকভাবে সকল বিভাগকে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
বিশ্ববিদ্যালয়ের আইনে সেমিস্টার পরীক্ষার আগে ইন্টার্নাল পরীক্ষার নম্বর প্রকাশ করার কথা উল্লেখ থাকলেও বাস্তবে এর প্রতিফলন যথাযথ ছিল না।
শুক্রবার (১৯ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে নতুন করে স্মরণ করিয়ে দেন
এ বিষয়ে উপাচার্য সৌমিত্র শেখর বলেন, “ছাত্র-ছাত্রীদের জ্ঞাতার্থে সেমিস্টার পরীক্ষার আগে মিড, অ্যাসাইনমেন্ট ও উপস্থিতির নম্বর অ্যানাউন্স করতে হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সব বিভাগকে এটি জানিয়েছে এবং সব বিভাগকেই এই নিয়ম মানতে হবে। এটা আমাদের আইনে আছে, ফলে এটি আমি এক্সিকিউট করব”
এতে খুশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অনেক সময় সম্পুর্ন সেমিস্টার পরীক্ষা দেওয়া পরেও আমরা আমাদের ইন্টার্নাল মার্ক কতো পেয়েছি তা জানি নাহ। এখন থেকে ইন্টার্নাল নম্বর আগে প্রকাশ পেলে আমরা উপকৃত হবো।