তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাবিতে মানববন্ধন
- Update Time : ০১:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / 234
রনি আহমেদ,রাবি প্রতিনিধি:
জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিমমের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
আজ বুধবার (১৭ আগস্ট)সকাল ১০:১৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা এই কর্মসূচী পালন করেন তারা।
মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, একটা জাতির ধ্বংস অনিবার্য যখন সে জাতির শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়। প্রইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যেখান থেকে শিক্ষাখাত নিয়ন্ত্রিত হয় সেখানে এক বিশেষ গোষ্ঠীকে বসিয়ে রাখা হয়েছে যারা শিক্ষাখাত কে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। বর্তমান সরকার যদি জনগণের সরকার হতো তাহলে জনগণকে বিপদেে মধ্যে ফেলে তেলের দাম বাড়াতো না।
তিনি বর্তমান সরকার কে আহ্বান জানিয়ে আরো বলেন, তেলের দাম কমিয়ে মানুষ কে দুর্দশার হাত থেকে রক্ষা করতে, গনতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয় দিতে।
ফোরমের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. এনামুল হক বলেন, গত ৫ বছরে দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে আমাদের বেতন সেভাবে বাড়ে নি। আজকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে আমাদের ছাত্ররা হলে যেসব খাবার খাচ্ছে তাতে কোনো পুষ্টি পাচ্ছে না, এমন চলতে থাকলে এরা মানষিক বিকরগ্রস্ত হয়ে পড়বে।
কর্মসূচীতে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপ ড. কুদরত ই জাহান বলেন, উন্নয়নের চাপে আজ ফ্লাইওভার(গর্ডার) পড়ে মানুষ মারা যায়,তেলের দাম ১৩৫ টাকা, ডিম প্রতি পিস ১৪ টাকা। জনগনের এই ভোগান্তির দিকে দৃষ্টি না দিয়ে আপনার মন্ত্রিরা খোঁজে কে কাপড় পড়ে আছে কে নাই।
ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা)’র সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরমের উপদেষ্টা প্রফেসর ড. আমজাদ হোসেন, কলা অনুষদের ডীন ও ফোরমের উপদেষ্টা প্রফেসর ড. ফজলুল হক, প্রফেসর ড. হাসানাত আলী প্রমুখ।