কর্মবিরতি প্রত্যাহার করেছে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা
- Update Time : ১১:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / 281
জাননাহ, ঢাবি প্রতিনিধি:
কর্মবিরতি প্রত্যাহার করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা (শিক্ষানবিশ) । টানা চার দিন চলার পর আজ এ কর্মবিরতি প্রত্যাহার করা হলো। কেন্দ্রীয় শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসক এ কে এম সাজ্জাদ হোসেনকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি ডেকেছিল তারা।
রোববার (১৪ আগষ্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে পুলিশ প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকেরা।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি মো. মহিউদ্দিন জিলানী বলেন, চিকিৎসাসেবার কথা মাথায় রেখে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে । তিনি বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আশ্বাস দেওয়ায় আজ থেকে কাজে যোগদান করেছেন তাঁরা।
ইচিপের সাধারণ সম্পাদক মারুফ উল আহসান শামীম বলেন, ভবিষ্যতে কেউ যেন এমন ঘটনা ঘটানোর সাহস না পায়, সে জন্য এলাকাটি সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ইন্টার্ন চিকিৎসককে মারধর করা ন্যক্কারজনক ঘটনা। তাঁদের ডাকা কর্মবিরতিতে সাধারণ রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছিল। তবে রোগীদের সেবার কথা চিন্তা করে আজ তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, শহীদ মিনারের যে অংশে এ ঘটনা ঘটেছে, সেই অংশটুকু সিসি ক্যামেরার আওতায় ছিল না। তিনি বলেন, ভুক্তভোগীর বর্ণনামতে, অভিযুক্তরা ঢাবির প্রথম বর্ষের শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে। এ জন্য বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দ্রুত দোষীদের শনাক্ত করা সম্ভব হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন কুমার সাহা, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটো মিঞা, ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক এম এ আজিজ, সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও ইন্টার্ন চিকিৎসকেরা।
উল্লেখ্য, গত ৮ আগস্ট রাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মারধরের শিকার হন সাজ্জাদ হোসেন। তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া কয়েকজন যুবক তাঁর পরিচয় জানতে চান। তাঁদের প্রায় সবার গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো-সংবলিত টি-শার্ট ছিল। ইন্টার্ন চিকিৎসকের পরিচয় দেওয়ার পরও তাঁরা মারধর করেন। ঘটনার পরদিন ইন্টার্ন চিকিৎসক পরিষদ(ইচিপ) জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেছিল তারা ।