বুয়েটে সাধারণ শিক্ষার্থী দিয়ে জামায়াত শিবির এজেন্ডা বাস্তবায়ন করছে: লেখক ভট্টাচার্য

  • Update Time : ১০:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • / 238

নিজস্ব প্রতিবেদক:

আবরার ফাহাদ হত্যার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগের ব্যানারে কর্মসূচি আয়োজন করায় বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার সাধারণ শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গ টেনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের দিয়ে জামায়াত শিবির তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এই ধারা অব্যহত থাকলে পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

রোববার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের উদ্যোগে শহীদ বরকত মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আলোচনা সভা ও বঙ্গবন্ধু বইমেলায় এ কথা বলেন তিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় বুয়েটের সেমিনার অডিটোরিয়ামে ‘বাংলাদেশ ছাত্রলীগ, বুয়েট এর সাবেক নেতৃবৃন্দ’ ব্যানারে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির সাবেক নেতারা। এ খবরে বুয়েটের কয়েকশ শিক্ষার্থী মিলনায়তনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন।

এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বুয়েট ছাত্রলীগের সাবেক নেতাদের অংশগ্রহণে ১৫ আগস্ট উপলক্ষে শোক সভা ছিল গতকাল। কিন্তু তার বিরোধীতা করে সাধারণ শিক্ষার্থীদের নামে জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে তাতে আমরা ধিক্কার জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক ভট্টাচার্য আরও বলেন, যতই চেষ্টা করেন আপনারা বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধূলিসাৎ করতে পারবেন না। বুয়েটের মাটি থেকে ছাত্র রাজনীতির ইতিহাসকে মুছে ফেলতে পারবেন না। ধৈর্যের একটা সীমা থাকে। কিন্তু বাঁধ ভেঙে গেলে কিন্তু ছাত্রলীগ বসে থাকবে না। শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের তাগিদ দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বুয়েটে বিগত বছরগুলোতে সাবেকুন নাহার সনির স্মৃতিফলকে ছাত্রলীগ ছাড়াও সমাজতান্ত্রিক ছাত্র সংগঠনগুলোও পুষ্পস্তবক অর্পণ করে আসছে। এ ছাড়াও বুয়েট ছাত্র নজরুল ইসলাম হলের রায়হান দীপের মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় এবং তার স্বঘোষিত খুনির বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনা না করায় এ বিষয়ক অনলাইন আলোচনার পাশাপাশি একাধিকবার পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক নেতাকর্মীরা। আবরার হত্যাকাণ্ডের বিচার হলেও এই হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক।

অনুষ্ঠান শেষে তিনি জানান, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হবে সকল অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু যখন সেটি হয় না, তখন প্রশ্ন তৈরি হয়। আসলেই এটি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন?

একই অনুষ্ঠানে বুয়েটের ঘটনায় বিষোদগার করে শিক্ষার্থীদের আদর্শে সমস্যা দেখছেন ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা শিকদার।

আয়োজন সংগঠনের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম।

Please Share This Post in Your Social Media


বুয়েটে সাধারণ শিক্ষার্থী দিয়ে জামায়াত শিবির এজেন্ডা বাস্তবায়ন করছে: লেখক ভট্টাচার্য

Update Time : ১০:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক:

আবরার ফাহাদ হত্যার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগের ব্যানারে কর্মসূচি আয়োজন করায় বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার সাধারণ শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গ টেনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের দিয়ে জামায়াত শিবির তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এই ধারা অব্যহত থাকলে পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

রোববার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের উদ্যোগে শহীদ বরকত মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে আলোচনা সভা ও বঙ্গবন্ধু বইমেলায় এ কথা বলেন তিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় বুয়েটের সেমিনার অডিটোরিয়ামে ‘বাংলাদেশ ছাত্রলীগ, বুয়েট এর সাবেক নেতৃবৃন্দ’ ব্যানারে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির সাবেক নেতারা। এ খবরে বুয়েটের কয়েকশ শিক্ষার্থী মিলনায়তনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন।

এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বুয়েট ছাত্রলীগের সাবেক নেতাদের অংশগ্রহণে ১৫ আগস্ট উপলক্ষে শোক সভা ছিল গতকাল। কিন্তু তার বিরোধীতা করে সাধারণ শিক্ষার্থীদের নামে জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে তাতে আমরা ধিক্কার জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক ভট্টাচার্য আরও বলেন, যতই চেষ্টা করেন আপনারা বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধূলিসাৎ করতে পারবেন না। বুয়েটের মাটি থেকে ছাত্র রাজনীতির ইতিহাসকে মুছে ফেলতে পারবেন না। ধৈর্যের একটা সীমা থাকে। কিন্তু বাঁধ ভেঙে গেলে কিন্তু ছাত্রলীগ বসে থাকবে না। শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের তাগিদ দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বুয়েটে বিগত বছরগুলোতে সাবেকুন নাহার সনির স্মৃতিফলকে ছাত্রলীগ ছাড়াও সমাজতান্ত্রিক ছাত্র সংগঠনগুলোও পুষ্পস্তবক অর্পণ করে আসছে। এ ছাড়াও বুয়েট ছাত্র নজরুল ইসলাম হলের রায়হান দীপের মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় এবং তার স্বঘোষিত খুনির বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনা না করায় এ বিষয়ক অনলাইন আলোচনার পাশাপাশি একাধিকবার পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক নেতাকর্মীরা। আবরার হত্যাকাণ্ডের বিচার হলেও এই হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক।

অনুষ্ঠান শেষে তিনি জানান, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হবে সকল অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু যখন সেটি হয় না, তখন প্রশ্ন তৈরি হয়। আসলেই এটি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন?

একই অনুষ্ঠানে বুয়েটের ঘটনায় বিষোদগার করে শিক্ষার্থীদের আদর্শে সমস্যা দেখছেন ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা শিকদার।

আয়োজন সংগঠনের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম।