জাতীয় শোক দিবস উপলক্ষে রাবিতে দিনব্যাপী কর্মসূচী ঘোষণা
- Update Time : ০৬:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / 266
রাবি প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগামী ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় শোক দিবস পালন করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় শোক দিবসের কর্মসূচীতে সবাইকে যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হবার অহ্বান জানান প্রসাশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, সকল আবাসিক হল ও অন্যান্য ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক শোকরালী ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এরপর ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজ, জোহর নামাজ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল, সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার পর শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হবে। সন্ধ্যা ৭ টায় টিএসসিসিতে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।