ম্যাথ রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে ক্যারিয়ার প্লেনিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : ০৫:৪৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
  • / 374

মুজাহিদ, ঢাকা কলেজ প্রতিনিধিঃ

রাজধানীর এ্যালিফ্যান্ট রোডস্ত স্টার হোটেলে ম্যাথ রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ ও বুক রির্ডাস ক্লাবের যৌথ আয়োজনে এক জমকালো ক্যারিয়ার প্লানিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
গত ৩০ জুলাই সকাল ১০ টায় আয়োজিত হওয়া এই অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নায়েমের ইংরেজি বিভাগের ট্রেইনার ড. মাহমুদুল আমিন এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষাথী এবং গণিত বিশেষজ্ঞ মুজাহিদ ফয়সাল।

অনুষ্ঠানে প্রধান অথিতি তার বক্তব্যে উপস্থিতিদের ক্যারিয়ার প্লানিং বিষয়ে দিক নির্দেশনা এবং সময় ব্যবস্থাপনা, ব্যক্তিত্ব গঠনের উপর জোর দেন। যুগোপযোগী শিক্ষা এবং কিভাবে পড়ালেখা করলে এগিয়ে থাকা যায় সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন, ম্যাথ রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সহযোগী গবেষক, সহকারী গবেষক ও সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন
বিশেষ অতিথি মুজাহিদ তার বক্তব্যে বলেন, গণিত চর্চা শুধু বিসিএস /চাকরি প্রত্যাশীদের জন্য নয়। প্রাত্যহিক জীবনে যেকোন সিদ্ধান্ত নিতে গেলে প্রত্যেক ও পরোক্ষভাবে গণিত /সংখ্যা দিয়ে ও চিন্তা করা যায় এবিষয়টি স্পষ্ট ভাবে তুলে ধরেন।
উক্ত সেমিনার সঞ্চালনের দায়িত্বে ছিলেন ম্যাথ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান গবেষক সুরভৎন রায়। সভাপতিত্ব করেন ম্যাথ রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রায়হানুল ইসলাম।

উল্লেখ্য ম্যাথ রিসার্চ ইনস্টিটিউট২০২০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর অক্টোবর ২২, ২০২০ তারিখে ম্যাথ রিসার্চ ইনস্টিটিউটের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গণিত প্রদর্শনী আয়োজন ২০২০ সালকে সরকার বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করে।,মুজিববর্ষ কে সর্মথন করে ঐ গণিত প্রদর্শনী নামকরণ করা হয় “১ম বঙ্গবন্ধু আন্তর্জাতিক গণিত প্রদর্শনী-২০২০’.
ম্যাথ রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ মূলত এমন একটি রিসার্চ ইনস্টিটিউট যা বিভিন্ন অর্থকারী ফসল নিয়ে ও গবেষণা করে যাচ্ছে। লবণ ও পান গবেষণা পত্র” আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করবে, এতে করে লবণ ও পানের আর্বতন, দেশীয় চাহিদা, বৈদেশিক চাহিদা, চাষ ব্যবস্থায় উন্নয়ন ও চাষে গতি আসবে বলে মনে করেন এম আর আই বি প্রতিষ্ঠাতা।

‘২য় আন্তর্জাতিক গণিত প্রদর্শনী-২০২২ ও কুইজ প্রতিযোগিতা’ ঢাকাস্থ : টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে ২০ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে (কর্তৃপক্ষের অনুমতি পাওয়া সাপেক্ষে)

প্রসঙ্গত :পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশের উপ-সহকারী প্রকৌশলী জোবায়ের ইবনে মোস্তফা এর বিশেষ আমন্ত্রণে ম্যাথ রিসার্চ ইনস্টিটিউট টিম ভৈরবস্থ প্রেসিডেন্ট জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আগামী সেপ্টেম্বর মাসে ২৯ তারিখে প্রেসিডেন্ট জিল্লুর স্কুল এন্ড কলেজ অ্যালোমোনাই এসোসিয়েশন এর সার্বিক সহযোগিতায় ‘২য় বঙ্গবন্ধু আন্তর্জাতিক গণিত প্রদর্শনী-২০২২’ (উপজেলা পর্যায়) আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ।

ম্যাথ রিসার্চ ইনিস্টিউটের মূল উদ্দেশ্য হলো গণিতের প্রতি শিক্ষার্থীদের যে ভয় রয়েছে তা থেকে যেন শিক্ষার্থীরা বের হয়ে আসতে পারে, গড-বাধা চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে পারে এবং গণিত নিয়ে নিজের মতো করে ভাবতে পারে তাই ম্যাথ রিসার্চ ইনিস্টিউটের স্লোগান হলো “যারা গণিতে দুর্বল এবং গণিতের প্রতি দুর্বল তাদের জন্য-ই এম আর আইবি।

ম্যাথ রিসার্চ ইনিস্টিউট অন্যতম এবং বিশেষ আর্কষণ হলো “জ্যামিতির জাদুঘর” যার মাধ্যমে শিক্ষার্থীরা কোণ, সিলিন্ডার, গোলক, ও অর্ধগোলকের মতো জটিল ঘনবস্তুুর সূত্র উপলব্ধি করা এবং এসব ঘনবস্তুর বিভিন্ন সুত্রাবলী ও সুত্রাবলীর বাস্তব প্রয়োগ সম্পর্কে জানতে পারবে। এ সব ঘন বস্তুর
মধ্যকার আন্ত: সম্পর্ক ও আনুপাতিক সম্পর্ক নির্ণয়ে প্রত্যক্ষ ধারণা লাভ করতে পারে এতে শিক্ষার্থীদের ভুলে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

২০২৫ সাল নাগাদ বাংলাদেশের শহরাঞ্চলের বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ধাপে ধাপে গণিত প্রদর্শনীর আয়োজন করতে আগ্রহী। প্রদর্শনী যেহেতু ব্যয়বহুল আয়োজন। আবার শিক্ষার মান উন্নয়নে প্রদশর্নীর বিকল্প ও নেই। সহপাঠ ক্রমিক শিক্ষার অংশহিসেবে শিক্ষার্থীরা এ প্রদর্শনীর মাধ্যমে-ই সার্বিক দিক দিয়ে এগিয়ে যেতে পারবে বলে মনে করে ম্যাথ রিসার্চ ইনিস্টিউটের প্রতিষ্ঠাতা।
তাই তিনি শিক্ষা মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন যে সরকারি সহায়তা পেলে আমারা (এম আর আই বি) বাংলাদেশে গণিত বিপ্লব ঘটাতে সক্ষম।

প্রসঙ্গত বাংলাদেশের অর্থকারী ফসল ধান, পাট,আখ,আলু, ভুট্টা, সহ বহু ফসল ভিত্তিক এবং কৃষি গবেষণা, পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র,রয়েছে। পাশ্ববর্তী রাষ্ট্র ভারতে গণিত নিয়ে গবেষণা প্রতিষ্ঠান রয়েছে বহু পূর্বে থেকেই। বৈশ্বিক জ্ঞানের চাহিদা পূরণে ও সেটার উনবৈশ্বিক জ্ঞানের চাহিদা পূরণে ও সেটার উন্নয়নে শিক্ষার আমুল পরিবর্তনে ম্যাথ রিসার্চ ইনস্টিটিউটের গুরুত্ব অপরিসীম।

প্রতিষ্ঠাতা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন এ দেশে ধান গবেষণা, পাঠ গবেষণা, ইক্ষু গবেষণা প্রতিষ্ঠানের যেমনি প্রয়োজন তেমনি গণিত গবেষণার ও প্রয়োজন রয়েছে।
আমেরিকাতে জ্যামিতির জাদুঘর রয়েছে তেমনি গণিত প্রদশর্নীতে একটি বুথ থাকে ‘জ্যামিতির জাদুঘর’ নামে। এতে শিক্ষার্থীর জ্যামিতি সম্পর্কে সম্মক এবং ইতিবাচক ধারণা পায়। প্রত্যেক মাধ্যমিক স্কুলে, জ্যামিতিক জাদুঘর এবং আলাদা সুসজ্জিত গণিত ক্লাসরুমের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিলে শিখন – শেখানোতে বিশেষ পরিবর্তন আসবে মনে করেন এম আর আইবির প্রতিষ্ঠাতা।

Tag :

Please Share This Post in Your Social Media


ম্যাথ রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে ক্যারিয়ার প্লেনিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২

মুজাহিদ, ঢাকা কলেজ প্রতিনিধিঃ

রাজধানীর এ্যালিফ্যান্ট রোডস্ত স্টার হোটেলে ম্যাথ রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ ও বুক রির্ডাস ক্লাবের যৌথ আয়োজনে এক জমকালো ক্যারিয়ার প্লানিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
গত ৩০ জুলাই সকাল ১০ টায় আয়োজিত হওয়া এই অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নায়েমের ইংরেজি বিভাগের ট্রেইনার ড. মাহমুদুল আমিন এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষাথী এবং গণিত বিশেষজ্ঞ মুজাহিদ ফয়সাল।

অনুষ্ঠানে প্রধান অথিতি তার বক্তব্যে উপস্থিতিদের ক্যারিয়ার প্লানিং বিষয়ে দিক নির্দেশনা এবং সময় ব্যবস্থাপনা, ব্যক্তিত্ব গঠনের উপর জোর দেন। যুগোপযোগী শিক্ষা এবং কিভাবে পড়ালেখা করলে এগিয়ে থাকা যায় সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন, ম্যাথ রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সহযোগী গবেষক, সহকারী গবেষক ও সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন
বিশেষ অতিথি মুজাহিদ তার বক্তব্যে বলেন, গণিত চর্চা শুধু বিসিএস /চাকরি প্রত্যাশীদের জন্য নয়। প্রাত্যহিক জীবনে যেকোন সিদ্ধান্ত নিতে গেলে প্রত্যেক ও পরোক্ষভাবে গণিত /সংখ্যা দিয়ে ও চিন্তা করা যায় এবিষয়টি স্পষ্ট ভাবে তুলে ধরেন।
উক্ত সেমিনার সঞ্চালনের দায়িত্বে ছিলেন ম্যাথ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান গবেষক সুরভৎন রায়। সভাপতিত্ব করেন ম্যাথ রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রায়হানুল ইসলাম।

উল্লেখ্য ম্যাথ রিসার্চ ইনস্টিটিউট২০২০ সালে প্রতিষ্ঠা হওয়ার পর অক্টোবর ২২, ২০২০ তারিখে ম্যাথ রিসার্চ ইনস্টিটিউটের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গণিত প্রদর্শনী আয়োজন ২০২০ সালকে সরকার বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করে।,মুজিববর্ষ কে সর্মথন করে ঐ গণিত প্রদর্শনী নামকরণ করা হয় “১ম বঙ্গবন্ধু আন্তর্জাতিক গণিত প্রদর্শনী-২০২০’.
ম্যাথ রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ মূলত এমন একটি রিসার্চ ইনস্টিটিউট যা বিভিন্ন অর্থকারী ফসল নিয়ে ও গবেষণা করে যাচ্ছে। লবণ ও পান গবেষণা পত্র” আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করবে, এতে করে লবণ ও পানের আর্বতন, দেশীয় চাহিদা, বৈদেশিক চাহিদা, চাষ ব্যবস্থায় উন্নয়ন ও চাষে গতি আসবে বলে মনে করেন এম আর আই বি প্রতিষ্ঠাতা।

‘২য় আন্তর্জাতিক গণিত প্রদর্শনী-২০২২ ও কুইজ প্রতিযোগিতা’ ঢাকাস্থ : টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে ২০ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে (কর্তৃপক্ষের অনুমতি পাওয়া সাপেক্ষে)

প্রসঙ্গত :পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশের উপ-সহকারী প্রকৌশলী জোবায়ের ইবনে মোস্তফা এর বিশেষ আমন্ত্রণে ম্যাথ রিসার্চ ইনস্টিটিউট টিম ভৈরবস্থ প্রেসিডেন্ট জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আগামী সেপ্টেম্বর মাসে ২৯ তারিখে প্রেসিডেন্ট জিল্লুর স্কুল এন্ড কলেজ অ্যালোমোনাই এসোসিয়েশন এর সার্বিক সহযোগিতায় ‘২য় বঙ্গবন্ধু আন্তর্জাতিক গণিত প্রদর্শনী-২০২২’ (উপজেলা পর্যায়) আয়োজন করতে প্রতিজ্ঞাবদ্ধ।

ম্যাথ রিসার্চ ইনিস্টিউটের মূল উদ্দেশ্য হলো গণিতের প্রতি শিক্ষার্থীদের যে ভয় রয়েছে তা থেকে যেন শিক্ষার্থীরা বের হয়ে আসতে পারে, গড-বাধা চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে পারে এবং গণিত নিয়ে নিজের মতো করে ভাবতে পারে তাই ম্যাথ রিসার্চ ইনিস্টিউটের স্লোগান হলো “যারা গণিতে দুর্বল এবং গণিতের প্রতি দুর্বল তাদের জন্য-ই এম আর আইবি।

ম্যাথ রিসার্চ ইনিস্টিউট অন্যতম এবং বিশেষ আর্কষণ হলো “জ্যামিতির জাদুঘর” যার মাধ্যমে শিক্ষার্থীরা কোণ, সিলিন্ডার, গোলক, ও অর্ধগোলকের মতো জটিল ঘনবস্তুুর সূত্র উপলব্ধি করা এবং এসব ঘনবস্তুর বিভিন্ন সুত্রাবলী ও সুত্রাবলীর বাস্তব প্রয়োগ সম্পর্কে জানতে পারবে। এ সব ঘন বস্তুর
মধ্যকার আন্ত: সম্পর্ক ও আনুপাতিক সম্পর্ক নির্ণয়ে প্রত্যক্ষ ধারণা লাভ করতে পারে এতে শিক্ষার্থীদের ভুলে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

২০২৫ সাল নাগাদ বাংলাদেশের শহরাঞ্চলের বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ধাপে ধাপে গণিত প্রদর্শনীর আয়োজন করতে আগ্রহী। প্রদর্শনী যেহেতু ব্যয়বহুল আয়োজন। আবার শিক্ষার মান উন্নয়নে প্রদশর্নীর বিকল্প ও নেই। সহপাঠ ক্রমিক শিক্ষার অংশহিসেবে শিক্ষার্থীরা এ প্রদর্শনীর মাধ্যমে-ই সার্বিক দিক দিয়ে এগিয়ে যেতে পারবে বলে মনে করে ম্যাথ রিসার্চ ইনিস্টিউটের প্রতিষ্ঠাতা।
তাই তিনি শিক্ষা মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন যে সরকারি সহায়তা পেলে আমারা (এম আর আই বি) বাংলাদেশে গণিত বিপ্লব ঘটাতে সক্ষম।

প্রসঙ্গত বাংলাদেশের অর্থকারী ফসল ধান, পাট,আখ,আলু, ভুট্টা, সহ বহু ফসল ভিত্তিক এবং কৃষি গবেষণা, পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র,রয়েছে। পাশ্ববর্তী রাষ্ট্র ভারতে গণিত নিয়ে গবেষণা প্রতিষ্ঠান রয়েছে বহু পূর্বে থেকেই। বৈশ্বিক জ্ঞানের চাহিদা পূরণে ও সেটার উনবৈশ্বিক জ্ঞানের চাহিদা পূরণে ও সেটার উন্নয়নে শিক্ষার আমুল পরিবর্তনে ম্যাথ রিসার্চ ইনস্টিটিউটের গুরুত্ব অপরিসীম।

প্রতিষ্ঠাতা মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন এ দেশে ধান গবেষণা, পাঠ গবেষণা, ইক্ষু গবেষণা প্রতিষ্ঠানের যেমনি প্রয়োজন তেমনি গণিত গবেষণার ও প্রয়োজন রয়েছে।
আমেরিকাতে জ্যামিতির জাদুঘর রয়েছে তেমনি গণিত প্রদশর্নীতে একটি বুথ থাকে ‘জ্যামিতির জাদুঘর’ নামে। এতে শিক্ষার্থীর জ্যামিতি সম্পর্কে সম্মক এবং ইতিবাচক ধারণা পায়। প্রত্যেক মাধ্যমিক স্কুলে, জ্যামিতিক জাদুঘর এবং আলাদা সুসজ্জিত গণিত ক্লাসরুমের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিলে শিখন – শেখানোতে বিশেষ পরিবর্তন আসবে মনে করেন এম আর আইবির প্রতিষ্ঠাতা।