টিএসসিতে ঢাবি ছাত্রীকে মারধর ও হেনস্তার অভিযোগ, এখনও ধরা পড়েনি আসামিরা

  • Update Time : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / 164

জাননাহ, ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মারধর ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক ছাত্রী। এ ঘটনায় পাঁচ-ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী।

 

পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে। তবে ঘটনার তিন দিনেও আসামিদের শনাক্ত করতে ব্যর্থ পুলিশ। গত সোমবার(১ আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ছাত্রীর অভিযোগের সূত্র ধরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছিল। তবে ঘটনার সঙ্গে আপাতত সংশ্লিষ্টতা না পাওয়ায় ওই ছাত্রকে পুলিশ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে।

ভুক্তভোগী ছাত্রীর ভাষ্যমতে, চট্টগ্রাম থেকে ঘুরতে আসা আমার এক কাজিনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও টিএসসি এলাকা দেখাতে নিয়ে গিয়েছিলাম। সোমবার সন্ধ্যা সাতটার দিকে আমরা টিএসসি চত্বরে বসে কথা বলছিলাম। এ সময় পাঁচ-ছয়জন অজ্ঞাতপরিচয় যুবক হঠাৎ সেখানে এসে আমার কাজিনকে অকথ্য গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তারা তাকে কিলঘুষি ও লাথি মারতে থাকেন। মেরে রক্তাক্ত করার পর তাকে টেনেহিঁচড়ে কিছুদূর নিয়ে যান তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পরিচয় দিয়ে আমি আমার কাজিনকে বাঁচাতে গেলে ওই যুবকেরা আমাকেও মারধর করেন এবং লাথি দিয়ে মাটিতে ফেলে দেন।

 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ভুক্তভোগী ছাত্রী অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি শাহবাগ থানায় জিডিও করেছেন। এটা যেহেতু ক্রিমিনাল অফেন্স এবং অভিযুক্ত ব্যক্তিরা অজ্ঞাতনামা, তাই আমরা শাহবাগ থানাকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দিয়েছি। এটার কী অগ্রগতি হলো, তা-ও তাদের আমরা জানাতে বলেছি।

 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মওদুত হাওলাদার বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর জিডিটি তদন্তাধীন।অজ্ঞাতপরিচয় আসামিদের এখনো শনাক্ত করা যায়নি। আপাতত ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় আটক শিক্ষার্থী জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


টিএসসিতে ঢাবি ছাত্রীকে মারধর ও হেনস্তার অভিযোগ, এখনও ধরা পড়েনি আসামিরা

Update Time : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মারধর ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক ছাত্রী। এ ঘটনায় পাঁচ-ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী।

 

পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে। তবে ঘটনার তিন দিনেও আসামিদের শনাক্ত করতে ব্যর্থ পুলিশ। গত সোমবার(১ আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ছাত্রীর অভিযোগের সূত্র ধরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছিল। তবে ঘটনার সঙ্গে আপাতত সংশ্লিষ্টতা না পাওয়ায় ওই ছাত্রকে পুলিশ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে।

ভুক্তভোগী ছাত্রীর ভাষ্যমতে, চট্টগ্রাম থেকে ঘুরতে আসা আমার এক কাজিনকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও টিএসসি এলাকা দেখাতে নিয়ে গিয়েছিলাম। সোমবার সন্ধ্যা সাতটার দিকে আমরা টিএসসি চত্বরে বসে কথা বলছিলাম। এ সময় পাঁচ-ছয়জন অজ্ঞাতপরিচয় যুবক হঠাৎ সেখানে এসে আমার কাজিনকে অকথ্য গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তারা তাকে কিলঘুষি ও লাথি মারতে থাকেন। মেরে রক্তাক্ত করার পর তাকে টেনেহিঁচড়ে কিছুদূর নিয়ে যান তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পরিচয় দিয়ে আমি আমার কাজিনকে বাঁচাতে গেলে ওই যুবকেরা আমাকেও মারধর করেন এবং লাথি দিয়ে মাটিতে ফেলে দেন।

 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ভুক্তভোগী ছাত্রী অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি শাহবাগ থানায় জিডিও করেছেন। এটা যেহেতু ক্রিমিনাল অফেন্স এবং অভিযুক্ত ব্যক্তিরা অজ্ঞাতনামা, তাই আমরা শাহবাগ থানাকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দিয়েছি। এটার কী অগ্রগতি হলো, তা-ও তাদের আমরা জানাতে বলেছি।

 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মওদুত হাওলাদার বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর জিডিটি তদন্তাধীন।অজ্ঞাতপরিচয় আসামিদের এখনো শনাক্ত করা যায়নি। আপাতত ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় আটক শিক্ষার্থী জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।