রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
- Update Time : ১১:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / 165
রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। চার শিফটের ভর্তি পরীক্ষা শেষ হবে বিকাল পাঁচটায়। তবে এ বছর ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে যাবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৫ জুলাই) সকাল ৯টায় বিজ্ঞান বিভাগের ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এই সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়।
জানা গেছে, এ বছর ইউনিটটিতে এক হাজার ৫৯৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৭ হাজার ২৩৭ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৪২ জন।
মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও বুধবার ব্যবসায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে রাবির ভর্তি পরীক্ষা।
Tag :