নোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু
- Update Time : ০৫:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / 169
এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)
“আন্তঃবিভাগ দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতা – ২০২২”শুরু হয়েছে।
আজ ২০ জুন (সোমবার) বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.দিদার-উল-আলম।
শরীরচর্চা বিভাগের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে সঞ্চালনায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.মো.আবদুল বাকী,কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো.ফারুক উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ , রেজিস্ট্রার সহ শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃত্ববৃন্দ,শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতায় মোট ৩০ টি বিভাগ অংশগ্রহণ করেছে।প্রতিটি খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এতে খেলা হবে মোট ৩০ টি। এর আগে দাবা (ছাত্র) উদ্বোধনী খেলায় মাইক্রোবায়োলজি ও আইন বিভাগ অংশগ্রহণ করে। এতে মাইক্রোবায়োলজি বিভাগ আইন বিভাগকে ৩-০ সেটে পরাজিত করে।অপরদিকে দাবা (ছাত্রী) উদ্বোধনী খেলায় মাইক্রোবায়োলজি ও আইন বিভাগ অংশগ্রহণ করে। এতে মাইক্রোবায়োলজি বিভাগ আইন বিভাগকে ২-০ সেটে পরাজিত করে।