রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার
- Update Time : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / 155
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কৃষি অনুষদের পাশের পুকুর থেকে মুক্তিযুদ্ধ সময়ের একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে এটি উদ্ধার করা হয়।
পরে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন৷ পুলিশের তিন সদস্য বিশিষ্ট একটি এক্সপার্ট টিম মর্টারশেলটিকে নিষ্ক্রিয় করে।
মারুফ হোসাইন নামে স্থানীয় এক যুবক জানান, আজ সকাল ৮টার দিকে তিনি হাঁটতে বের হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য নামেন তিনি। এসময় তিনি ইট সদৃশ কিছু একটা দেখতে পান। ওপরে তুলে দেখতে পান এটি একটি মর্টারশেল। পরে এটিকে পলিথিনে প্যাচিয়ে কৃষি অনুষদের ফ্লাইওভার সংলগ্ন পুলিশ বক্সের কাছে রেখে যান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পেছনের পুকুরে একটি মর্টারশেল পাওয়া গেছে। আমি দু’জন সহকারী প্রক্টরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টা পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে এটিকে নিষ্ক্রিয় করে।
উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল বিশ^বিদ্যালয়ের জোহা হলের পার্শবর্তী একটি পুকুর থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল এবং এর তিনদিন পর ৩০ এপ্রিল আরও দু’টি মর্টারশেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়।