বঙ্গবন্ধুকে বাঙালি জাতির জন্য ঈশ্বরপ্রেরিত বলে উল্লেখ করলেন পুলিশ প্রধান

  • Update Time : ১০:০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / 209

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান। হল শাখা ছাত্রলীগের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জহুরুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আই জি বেনজীর আহমেদ।

রোববার(২৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন,জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্ষুধাকে পরাজিত করেছে।

তিনি বলেন, ‘গত ১৪ বছরে একক নেতৃত্বে নিজের প্রজ্ঞা ও দূরদর্শিতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে বিস্ময়কর পরিবর্তন সম্পন্ন করেছেন। এতে প্রতীয়মান হয় যে যোগ্য লোক দেশের কান্ডারি হলে পরিবর্তনের জন্য লাখ লাখ লোকের প্রয়োজন নেই।’

No description available.

বেনজীর আহমেদ বলেন, ‘একমাত্র বঙ্গবন্ধুর জন্য আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। এই গাঙ্গেয় বদ্বীপের ভূমিপুত্রদের এই অঞ্চলে বসবাসের ইতিহাস চার হাজার বছরের। তাহলে আমরা চার হাজার বছর আগে কেন স্বাধীন হইনি? কেন ২ হাজার, ১ হাজার, ৫০০, ২০০ বা ১০০ বছর আগে স্বাধীন হইনি? তার কারণ ২ হাজার, ১ হাজার, ৫০০, ২০০ বা ১০০ বছর আগে আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন না।’

বেনজীর আহমেদ বলেন, ‘এক হাজার বছর আগে স্বাধীন হলে আজ আমরা হয়তো ইউরোপের সমকক্ষ থাকতাম। সমগ্র বাঙালি জাতিকে চার হাজার বছর অপেক্ষা করতে হয়েছে তার সোনালি সন্তানের জন্য। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির জন্য ঈশ্বরপ্রেরিত। চার হাজার বছরে যা ঘটেনি, তা ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমাদের করে দিয়েছেন বঙ্গবন্ধু।’

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মো. আবু কাওছার, হল প্রাধ্যক্ষ বদরুজ্জামান ভূঁইয়া, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ, ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য রিফাত জামান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান এবং ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহজাদা সেলিম।

উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে জহুরুল হক হলের মাঠে শুরু হয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রিমিয়ার লিগ। শিক্ষার্থীদের সাতটি ও কর্মকর্তা-কর্মচারীদের একটি দল খেলায় অংশ নেয়। ক্র্যাক প্লাটুন ও গেরিলা ৭১ নামের দুটি দলের মধ্যে আজ বিকেলে চূড়ান্ত পর্বের খেলা হয়।

ফাইনাল খেলায় জয় লাভ করেছে ক্র্যাক প্লাটুন। খেলা শেষে অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ।

Please Share This Post in Your Social Media


বঙ্গবন্ধুকে বাঙালি জাতির জন্য ঈশ্বরপ্রেরিত বলে উল্লেখ করলেন পুলিশ প্রধান

Update Time : ১০:০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান। হল শাখা ছাত্রলীগের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জহুরুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আই জি বেনজীর আহমেদ।

রোববার(২৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন,জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্ষুধাকে পরাজিত করেছে।

তিনি বলেন, ‘গত ১৪ বছরে একক নেতৃত্বে নিজের প্রজ্ঞা ও দূরদর্শিতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে বিস্ময়কর পরিবর্তন সম্পন্ন করেছেন। এতে প্রতীয়মান হয় যে যোগ্য লোক দেশের কান্ডারি হলে পরিবর্তনের জন্য লাখ লাখ লোকের প্রয়োজন নেই।’

No description available.

বেনজীর আহমেদ বলেন, ‘একমাত্র বঙ্গবন্ধুর জন্য আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। এই গাঙ্গেয় বদ্বীপের ভূমিপুত্রদের এই অঞ্চলে বসবাসের ইতিহাস চার হাজার বছরের। তাহলে আমরা চার হাজার বছর আগে কেন স্বাধীন হইনি? কেন ২ হাজার, ১ হাজার, ৫০০, ২০০ বা ১০০ বছর আগে স্বাধীন হইনি? তার কারণ ২ হাজার, ১ হাজার, ৫০০, ২০০ বা ১০০ বছর আগে আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন না।’

বেনজীর আহমেদ বলেন, ‘এক হাজার বছর আগে স্বাধীন হলে আজ আমরা হয়তো ইউরোপের সমকক্ষ থাকতাম। সমগ্র বাঙালি জাতিকে চার হাজার বছর অপেক্ষা করতে হয়েছে তার সোনালি সন্তানের জন্য। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির জন্য ঈশ্বরপ্রেরিত। চার হাজার বছরে যা ঘটেনি, তা ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমাদের করে দিয়েছেন বঙ্গবন্ধু।’

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মো. আবু কাওছার, হল প্রাধ্যক্ষ বদরুজ্জামান ভূঁইয়া, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ, ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য রিফাত জামান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান এবং ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহজাদা সেলিম।

উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে জহুরুল হক হলের মাঠে শুরু হয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রিমিয়ার লিগ। শিক্ষার্থীদের সাতটি ও কর্মকর্তা-কর্মচারীদের একটি দল খেলায় অংশ নেয়। ক্র্যাক প্লাটুন ও গেরিলা ৭১ নামের দুটি দলের মধ্যে আজ বিকেলে চূড়ান্ত পর্বের খেলা হয়।

ফাইনাল খেলায় জয় লাভ করেছে ক্র্যাক প্লাটুন। খেলা শেষে অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ।