শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

  • Update Time : ০৬:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • / 161

প্রতিনিধিঃ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র সঙ্গে বৈঠক করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। মঙ্গলবার (১৫ মার্চ) তার সরকারি বাসভবন ধলেশ্বরীতে এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষামন্ত্রী উপাচার্যকে উচ্চ শিক্ষা বিস্তারে সব ধরণের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণা যাতে আরো বেগবান হয় সে ব্যাপারে পরামর্শ প্রদান করেন।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে গবেষণানির্ভর ও কর্মমুখী উচ্চশিক্ষা ও আনন্দময় শিক্ষার কোনো বিকল্প নেই। পরীক্ষার ভীতি কাটিয়ে শিক্ষাকে যতটা পারা যায় আনন্দের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। উচ্চশিক্ষাকে কর্মসূত্রের সঙ্গে জড়িত করার ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। এক্ষেত্রে উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে ছাত্রসংখ্যার দিকটিও মাথায় রাখা দরকার।

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর শিক্ষামন্ত্রী’র সঙ্গে প্রাসঙ্গিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলেন, “নজরুল বিশ্ববিদ্যালয় উন্নত দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে উচ্চশিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের আন্তঃসম্পর্ক অত্যন্ত গভীর। গবেষণার পরিধি আরো বিস্তৃত করা হবে। অবকাঠামোগত উন্নয়ন চলছে এবং সাংস্কৃতিক বলয় তৈরি এবং এরমধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর”

এরপর উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর শিক্ষামন্ত্রীকে নজরুল বিশ্ববিদ্যালয়ের স্মারক উপহার দেন। তিনি মন্ত্রীকে নজরুল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। শিক্ষামন্ত্রী তার আমন্ত্রণ গ্রহণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Update Time : ০৬:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

প্রতিনিধিঃ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র সঙ্গে বৈঠক করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। মঙ্গলবার (১৫ মার্চ) তার সরকারি বাসভবন ধলেশ্বরীতে এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষামন্ত্রী উপাচার্যকে উচ্চ শিক্ষা বিস্তারে সব ধরণের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণা যাতে আরো বেগবান হয় সে ব্যাপারে পরামর্শ প্রদান করেন।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে গবেষণানির্ভর ও কর্মমুখী উচ্চশিক্ষা ও আনন্দময় শিক্ষার কোনো বিকল্প নেই। পরীক্ষার ভীতি কাটিয়ে শিক্ষাকে যতটা পারা যায় আনন্দের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। উচ্চশিক্ষাকে কর্মসূত্রের সঙ্গে জড়িত করার ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। এক্ষেত্রে উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে ছাত্রসংখ্যার দিকটিও মাথায় রাখা দরকার।

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর শিক্ষামন্ত্রী’র সঙ্গে প্রাসঙ্গিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলেন, “নজরুল বিশ্ববিদ্যালয় উন্নত দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে উচ্চশিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের আন্তঃসম্পর্ক অত্যন্ত গভীর। গবেষণার পরিধি আরো বিস্তৃত করা হবে। অবকাঠামোগত উন্নয়ন চলছে এবং সাংস্কৃতিক বলয় তৈরি এবং এরমধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর”

এরপর উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর শিক্ষামন্ত্রীকে নজরুল বিশ্ববিদ্যালয়ের স্মারক উপহার দেন। তিনি মন্ত্রীকে নজরুল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। শিক্ষামন্ত্রী তার আমন্ত্রণ গ্রহণ করেন।