ঢাবির সূর্যসেন হলে খাবারের মান উন্নয়নে ৩ দিনের সময় বেঁধে দিল ছাত্রলীগ

  • Update Time : ১০:২০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • / 172

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিনে খাবারের মান পরীক্ষার পর খাবারের মান উন্নত করতে ক্যানটিন ব্যবস্থাপকদের তিন দিন সময় বেঁধে দিয়েছে হল শাখা ছাত্রলীগ। তারা জানান, এ সময়ের মধ্যে খাবারের মান উন্নত না হলে ক্যানটিন ব্যবস্থাপক পরিবর্তনের দাবি তুলবেন তারা।

শুক্রবার(১১ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ক্যানটিন, ক্যাফেটেরিয়া ও খাবারের দোকান পরিদর্শন করেন সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. মারিয়াম জামান খান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমান।ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ ক্যানটিন-ক্যাফেটেরিয়া বা দোকান থেকে ফাউ খেলে বা চাঁদা চাইলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

উল্লেখ্য, মো. মারিয়াম জামান খান ও সিয়াম রহমান এর আগে সূর্যসেন হল সংসদের ভিপি ও জিএসের দায়িত্ব পালন করেছেন। তারা বলেন, হল সংসদের দায়িত্বে থাকা অবস্থায় তিনবার হলের ক্যানটিন, ক্যাফেটেরিয়া ও খাবারের দোকান পরিদর্শন করেছি। মান ভালো করার দাবি জানানোর পর প্রথমে কিছুদিন খাবারের মান ভালো ছিল। পরে আবার মান খারাপ হলে তাদের জিজ্ঞেস করার পর কারণ হিসেবে দ্রব্যমূল্য বেশি হওয়া ও খাবারের দাম কম হওয়ার কথা বলেছিল।

এ সময় তারা আরও উল্লেখ করেন, আমরা বলেছিলাম, মান বাড়ানোর প্রয়োজনে খাবারের দাম সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে। শিক্ষার্থীরা এখন অভিযোগ করছেন, খাবারের দাম বাড়লেও মানের কোনো উন্নতি হয়নি। সে জন্য আবারো তাঁরা ক্যানটিন পরিদর্শনে এসেছেন বলে জানান হল সংসদের সাবেক ভিপি ও হল ছাত্রলীগের সভাপতি মো. মারিয়াম জামান খান।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবির সূর্যসেন হলে খাবারের মান উন্নয়নে ৩ দিনের সময় বেঁধে দিল ছাত্রলীগ

Update Time : ১০:২০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিনে খাবারের মান পরীক্ষার পর খাবারের মান উন্নত করতে ক্যানটিন ব্যবস্থাপকদের তিন দিন সময় বেঁধে দিয়েছে হল শাখা ছাত্রলীগ। তারা জানান, এ সময়ের মধ্যে খাবারের মান উন্নত না হলে ক্যানটিন ব্যবস্থাপক পরিবর্তনের দাবি তুলবেন তারা।

শুক্রবার(১১ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ক্যানটিন, ক্যাফেটেরিয়া ও খাবারের দোকান পরিদর্শন করেন সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. মারিয়াম জামান খান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমান।ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ ক্যানটিন-ক্যাফেটেরিয়া বা দোকান থেকে ফাউ খেলে বা চাঁদা চাইলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

উল্লেখ্য, মো. মারিয়াম জামান খান ও সিয়াম রহমান এর আগে সূর্যসেন হল সংসদের ভিপি ও জিএসের দায়িত্ব পালন করেছেন। তারা বলেন, হল সংসদের দায়িত্বে থাকা অবস্থায় তিনবার হলের ক্যানটিন, ক্যাফেটেরিয়া ও খাবারের দোকান পরিদর্শন করেছি। মান ভালো করার দাবি জানানোর পর প্রথমে কিছুদিন খাবারের মান ভালো ছিল। পরে আবার মান খারাপ হলে তাদের জিজ্ঞেস করার পর কারণ হিসেবে দ্রব্যমূল্য বেশি হওয়া ও খাবারের দাম কম হওয়ার কথা বলেছিল।

এ সময় তারা আরও উল্লেখ করেন, আমরা বলেছিলাম, মান বাড়ানোর প্রয়োজনে খাবারের দাম সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে। শিক্ষার্থীরা এখন অভিযোগ করছেন, খাবারের দাম বাড়লেও মানের কোনো উন্নতি হয়নি। সে জন্য আবারো তাঁরা ক্যানটিন পরিদর্শনে এসেছেন বলে জানান হল সংসদের সাবেক ভিপি ও হল ছাত্রলীগের সভাপতি মো. মারিয়াম জামান খান।