বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের একজন

  • Update Time : ০৪:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • / 184

স্পোর্টস ডেস্কঃ

গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এবার শিরোপা ধরে রাখার একটা চাপ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপর। সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এবারের ব্যাচ। বিশ্বকাপ শেষ করেছে অষ্টম হয়ে। তবে পুরো আসরে দারুণ বোলিংয়ে নিজের জাত চিনিয়েছেন ডানহাতি পেসার রিপন মন্ডল। যার পুরস্কারও পেয়েছেন আইসিসির তরফ থেকে।

শনিবার রাতে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। পরদিনই আসরের সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন ছয় ফুটের বেশি উচ্চতার পেসার রিপন মন্ডল।

এবারের বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে আসরের চতুর্থ সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন ১৮ বছর বয়সী এ তরুণ। এছাড়া লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমেও চার ইনিংসে ৫৬ রান করেছেন রিপন, আউট হননি একবারও। তবে মূলত কার্যকরী বোলিংয়ের সুবাদেই বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি।

আসরের শিরোপাজয়ী অধিনায়ক ইয়াশ ঢুলকেই করা হয়েছে বিশ্বকাপসেরা একাদশের অধিনায়ক। চ্যাম্পিয়ন দল থেকেই সর্বোচ্চ তিনজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন এই একাদশে। দলের উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের হাসিবুল্লাহ খানকে। রিপন ছাড়া একাদশের অন্য দুই পেসার ইংল্যান্ড জশ বয়ডেন ও পাকিস্তানের আওয়াইস আলি।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৫০৬ রানের রেকর্ড গড়া দক্ষিণ আফ্রিকান ব্যাটার দেওয়াল্ড ব্রেভিসকে ঘিরেই সাজানো হয়েছে ব্যাটিং অর্ডার। যেখানে আছেন আসরজুড়ে রানের ফোয়ারা ছোটানো টিগ উইলি, টম প্রেস্টরা।

২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ
হাসিবুল্লাহ খান (উইকেটরক্ষক, পাকিস্তান), টিগ উইলি (অস্ট্রেলিয়া), দেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), ইয়াশ ঢুল (অধিনায়ক, ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ওয়েলেলাগে (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি ওস্তাওয়াল (ভারত), রিপন মন্ডল (বাংলাদেশ), আওয়াইস আলি (পাকিস্তান) ও জশ বয়ডেন (ইংল্যান্ড)।

Tag :

Please Share This Post in Your Social Media


বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের একজন

Update Time : ০৪:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

স্পোর্টস ডেস্কঃ

গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এবার শিরোপা ধরে রাখার একটা চাপ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপর। সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি এবারের ব্যাচ। বিশ্বকাপ শেষ করেছে অষ্টম হয়ে। তবে পুরো আসরে দারুণ বোলিংয়ে নিজের জাত চিনিয়েছেন ডানহাতি পেসার রিপন মন্ডল। যার পুরস্কারও পেয়েছেন আইসিসির তরফ থেকে।

শনিবার রাতে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। পরদিনই আসরের সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন ছয় ফুটের বেশি উচ্চতার পেসার রিপন মন্ডল।

এবারের বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে আসরের চতুর্থ সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন ১৮ বছর বয়সী এ তরুণ। এছাড়া লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমেও চার ইনিংসে ৫৬ রান করেছেন রিপন, আউট হননি একবারও। তবে মূলত কার্যকরী বোলিংয়ের সুবাদেই বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি।

আসরের শিরোপাজয়ী অধিনায়ক ইয়াশ ঢুলকেই করা হয়েছে বিশ্বকাপসেরা একাদশের অধিনায়ক। চ্যাম্পিয়ন দল থেকেই সর্বোচ্চ তিনজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন এই একাদশে। দলের উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের হাসিবুল্লাহ খানকে। রিপন ছাড়া একাদশের অন্য দুই পেসার ইংল্যান্ড জশ বয়ডেন ও পাকিস্তানের আওয়াইস আলি।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৫০৬ রানের রেকর্ড গড়া দক্ষিণ আফ্রিকান ব্যাটার দেওয়াল্ড ব্রেভিসকে ঘিরেই সাজানো হয়েছে ব্যাটিং অর্ডার। যেখানে আছেন আসরজুড়ে রানের ফোয়ারা ছোটানো টিগ উইলি, টম প্রেস্টরা।

২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ
হাসিবুল্লাহ খান (উইকেটরক্ষক, পাকিস্তান), টিগ উইলি (অস্ট্রেলিয়া), দেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), ইয়াশ ঢুল (অধিনায়ক, ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ওয়েলেলাগে (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি ওস্তাওয়াল (ভারত), রিপন মন্ডল (বাংলাদেশ), আওয়াইস আলি (পাকিস্তান) ও জশ বয়ডেন (ইংল্যান্ড)।