রাবিতে হিমেলের স্মরণে প্রদীপ প্রজ্বালন

  • Update Time : ১০:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • / 174

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মৃত্যুতে প্রদীপ প্রজ্বালন করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে একটি শোভাযাত্রা বের করেন। পরে শহীদ হবিবুর রহমান হলের সামনের দুর্ঘটনাস্থলে এক শোক সমাবেশে একত্রিত হোক।

এ সময় তারা হিমেলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।

No description available.

সমাবেশে মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, আমরা চাই না এমন ঘটনা আর কারো সাথে ঘটুক। সেজন্য আরো বেশি সচেতন থাকতে হবে৷ হিমেলের মৃত্যুর পর জানতে পারি সে আর্থিক ভাবে কিছুটা অস্বচ্ছল ছিল। বিশ্ববিদ্যালয়ে এমন অনেক ফান্ড আছে যে, অস্বচ্ছল ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সহযোগিতা করা হয়৷ এই ফান্ডগুলোর সঠিক ব্যবহার করা উচিত।

বিশ্ববিদ্যালয়ের ড্রামা এসোসিয়েশনের (রুডা) সভাপতি উত্তম কুমার রায় বাপ্পি বলেন, এই দূর্ঘটনাকে আমরা শুধু দূর্ঘটনা বলতে পারি না। এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। কয়েক দফা তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয় নি। যার কারণে আজ এই পরিণতি। যারা এই হত্যার পিছে দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর কোনো হিমেল যেন এভাবে অকালে ঝড়ে না যায়। আর হিমেলের মায়ের চিকিৎসার জন্য যত ফান্ডিং দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তা দিতে হবে। আমারা সিন্ডিকেটের মাধ্যমে এর বাস্তবায়নের অনুলিপি চাই।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর, সাংস্কৃতিক জোটের কর্মী, বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


রাবিতে হিমেলের স্মরণে প্রদীপ প্রজ্বালন

Update Time : ১০:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মৃত্যুতে প্রদীপ প্রজ্বালন করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে একটি শোভাযাত্রা বের করেন। পরে শহীদ হবিবুর রহমান হলের সামনের দুর্ঘটনাস্থলে এক শোক সমাবেশে একত্রিত হোক।

এ সময় তারা হিমেলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।

No description available.

সমাবেশে মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, আমরা চাই না এমন ঘটনা আর কারো সাথে ঘটুক। সেজন্য আরো বেশি সচেতন থাকতে হবে৷ হিমেলের মৃত্যুর পর জানতে পারি সে আর্থিক ভাবে কিছুটা অস্বচ্ছল ছিল। বিশ্ববিদ্যালয়ে এমন অনেক ফান্ড আছে যে, অস্বচ্ছল ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সহযোগিতা করা হয়৷ এই ফান্ডগুলোর সঠিক ব্যবহার করা উচিত।

বিশ্ববিদ্যালয়ের ড্রামা এসোসিয়েশনের (রুডা) সভাপতি উত্তম কুমার রায় বাপ্পি বলেন, এই দূর্ঘটনাকে আমরা শুধু দূর্ঘটনা বলতে পারি না। এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। কয়েক দফা তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয় নি। যার কারণে আজ এই পরিণতি। যারা এই হত্যার পিছে দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর কোনো হিমেল যেন এভাবে অকালে ঝড়ে না যায়। আর হিমেলের মায়ের চিকিৎসার জন্য যত ফান্ডিং দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তা দিতে হবে। আমারা সিন্ডিকেটের মাধ্যমে এর বাস্তবায়নের অনুলিপি চাই।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর, সাংস্কৃতিক জোটের কর্মী, বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।