বঙ্গবন্ধু আবৃত্তি পদক পেয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়

  • Update Time : ০৩:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / 159

বিনোদন ডেস্কঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২ সালের জন্য এবার পেয়েছেন অভিনেতা, কবি, লেখক ও আবৃত্তিকার পীযূষ বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই পদক এবার দিয়েছেন মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমিতে উৎসবের প্রথম দিন তার হাতে এ পদক তুলে দেন।

২৭ জানুয়ারি সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫ দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২২’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, নাট্য ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ৫০ গুণী ব্যক্তিত্বকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২’ দেয়া হয়। এর মধ্যে বেশ কয়েকজন মরণোত্তর সম্মাননা পান। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ জাতীয় শিল্পকলা একাডেমিতে এ উৎসবের আয়োজন করে।

পীযুষ বন্দ্যোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি আবৃত্তি করেন প্রায় তিন দশক ধরে। তার ভরাট কণ্ঠের আবৃত্তি ও সংলাপে মুগ্ধ হয়েছেন অগণিত দর্শক। তিনি একজন লেখকও। বেশ কিছু গল্প ও উপন্যাসের বই রয়েছে তার। তিনি নিয়মিত কলাম লেখেন পত্রিকায়।

মঞ্চ নাটকে পীযূষ বন্দ্যোপাধ্যায় নাট্যদল ঢাকা থিয়েটারের অন্যতম সদস্য। এই দলের হয়ে তিনি বহু নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে- কীর্তনখোলা, প্রাচ্য, বনপাংশুল, শকুন্তলা ও বাসন প্রভৃতিসহ আরও অনেক নাটক।

অভিনয় করেছেন একাত্তরের যিশু, মহামিলন, উত্তরের খেপ, মেঘলা আকাশ, আধিয়ার, আমার আছে জল, আমার বন্ধু রাশেদ, গেরিলাসহ অনেক কালজয়ী সব সিনেমায়। বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


বঙ্গবন্ধু আবৃত্তি পদক পেয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়

Update Time : ০৩:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্কঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২ সালের জন্য এবার পেয়েছেন অভিনেতা, কবি, লেখক ও আবৃত্তিকার পীযূষ বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই পদক এবার দিয়েছেন মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমিতে উৎসবের প্রথম দিন তার হাতে এ পদক তুলে দেন।

২৭ জানুয়ারি সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫ দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২২’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, নাট্য ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ৫০ গুণী ব্যক্তিত্বকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২’ দেয়া হয়। এর মধ্যে বেশ কয়েকজন মরণোত্তর সম্মাননা পান। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ জাতীয় শিল্পকলা একাডেমিতে এ উৎসবের আয়োজন করে।

পীযুষ বন্দ্যোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি আবৃত্তি করেন প্রায় তিন দশক ধরে। তার ভরাট কণ্ঠের আবৃত্তি ও সংলাপে মুগ্ধ হয়েছেন অগণিত দর্শক। তিনি একজন লেখকও। বেশ কিছু গল্প ও উপন্যাসের বই রয়েছে তার। তিনি নিয়মিত কলাম লেখেন পত্রিকায়।

মঞ্চ নাটকে পীযূষ বন্দ্যোপাধ্যায় নাট্যদল ঢাকা থিয়েটারের অন্যতম সদস্য। এই দলের হয়ে তিনি বহু নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে- কীর্তনখোলা, প্রাচ্য, বনপাংশুল, শকুন্তলা ও বাসন প্রভৃতিসহ আরও অনেক নাটক।

অভিনয় করেছেন একাত্তরের যিশু, মহামিলন, উত্তরের খেপ, মেঘলা আকাশ, আধিয়ার, আমার আছে জল, আমার বন্ধু রাশেদ, গেরিলাসহ অনেক কালজয়ী সব সিনেমায়। বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তিনি।