সাড়ে ৫ ঘণ্টার অবিশ্বাস্য লড়াই জিতে চ্যাম্পিয়ন নাদাল

  • Update Time : ০৯:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / 154

স্পোর্টস ডেস্কঃ

সাড়ে পাঁচ ঘণ্টার অবিশ্বাস্য এক লড়াইয়ের পর, ২১ নম্বর গ্র্যান্ডস্লাম জিতে ইতাস গড়ার পর এমন কিছু তার পক্ষে মানায়; পাগলাটে, আবেগী কিছু ক্ষণ।

শেষ গেম পয়েন্ট জিতে অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলেন নাদাল। এরপর ছুটে গেলেন গ্যালারিতে। কোর্টে ফিরে কাঁদতেই চাইলেন যেন! পারলেন না। লড়াই যারা করতে জানে, তাদের হয়তো কাঁদতে হয় না।

শারীরিক লড়াই, হতাশায় মুষড়ে পড়া, পিছিয়ে পড়ার পর আবার ফিরে আসা। এক ম্যাচেই লেখা হলো সব গল্প। এরপর শেষ হাসিটা হাসলেন রাফায়েল। অস্ট্রেলিয়ান ওপেনটা নিজের করে নিলেন তিনি। এরপরের অভিব্যক্তিতেই যেন ফুটিয়ে তুললেন, কত কঠিন লড়াই পাড়ি দিয়েছেন।

দানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে ইতিহাস গড়লেন তিনি। সবাইকে ছাপিয়ে এখন রেকর্ড ২১ গ্র্যান্ডস্ল্যাম তার।

মেলবোর্নের কোর্টে এদিন প্রথম সেট নাদালের জন্য ছিল রীতিমতো হতাশার। মেদভেদেভের কাছে পাত্তাই পাননি তিনি। দ্বিতীয় সেটে এগিয়ে গিয়েও হেরে গেলেন ৬-৭ সেটে। এরপরই শুরু হলো ‘নাদাল শো’। শারীরিক লড়াই চলল, চলল মনস্তাত্ত্বিক লড়াইও। সেখানে কে জিতলেন সেটা নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই।

সময়ের সঙ্গে ক্লান্ত হলেন মেদভেদেভ, হলেন উত্তেজিতও। আরেক প্রান্তে নাদাল থাকলেন শান্ত, চুপচাপ; আর খেললেন নিজের সেরাটা। তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে প্রথমবার খেলায় ফেরেন নাদাল। পরের সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। শেষ পর্যন্ত নাদালের শেষটাও হলো রঙিন।

শেষ সেটে বারবার পিছিয়ে পড়েও আবার ফিরে আসেন নাদাল। শেষ পর্যন্ত সেট জিতলেন ৭-৫ ব্যবধানে। বছরের প্রথম গ্র‌্যান্ডস্ল্যাম জিতে উঠে গেলেন চূড়ায়। পুরুষ টেনিস তারকাদের সবার ওপরে এখন স্প্যানিশ তারকা। এক সময়ে ক্লে কোর্টের রাজা জিসেবে পরিচিত নাদাল জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনসহ গুনে গুনে ২১টি গ্র্যান্ডস্লাম।

Tag :

Please Share This Post in Your Social Media


সাড়ে ৫ ঘণ্টার অবিশ্বাস্য লড়াই জিতে চ্যাম্পিয়ন নাদাল

Update Time : ০৯:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

স্পোর্টস ডেস্কঃ

সাড়ে পাঁচ ঘণ্টার অবিশ্বাস্য এক লড়াইয়ের পর, ২১ নম্বর গ্র্যান্ডস্লাম জিতে ইতাস গড়ার পর এমন কিছু তার পক্ষে মানায়; পাগলাটে, আবেগী কিছু ক্ষণ।

শেষ গেম পয়েন্ট জিতে অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলেন নাদাল। এরপর ছুটে গেলেন গ্যালারিতে। কোর্টে ফিরে কাঁদতেই চাইলেন যেন! পারলেন না। লড়াই যারা করতে জানে, তাদের হয়তো কাঁদতে হয় না।

শারীরিক লড়াই, হতাশায় মুষড়ে পড়া, পিছিয়ে পড়ার পর আবার ফিরে আসা। এক ম্যাচেই লেখা হলো সব গল্প। এরপর শেষ হাসিটা হাসলেন রাফায়েল। অস্ট্রেলিয়ান ওপেনটা নিজের করে নিলেন তিনি। এরপরের অভিব্যক্তিতেই যেন ফুটিয়ে তুললেন, কত কঠিন লড়াই পাড়ি দিয়েছেন।

দানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে ইতিহাস গড়লেন তিনি। সবাইকে ছাপিয়ে এখন রেকর্ড ২১ গ্র্যান্ডস্ল্যাম তার।

মেলবোর্নের কোর্টে এদিন প্রথম সেট নাদালের জন্য ছিল রীতিমতো হতাশার। মেদভেদেভের কাছে পাত্তাই পাননি তিনি। দ্বিতীয় সেটে এগিয়ে গিয়েও হেরে গেলেন ৬-৭ সেটে। এরপরই শুরু হলো ‘নাদাল শো’। শারীরিক লড়াই চলল, চলল মনস্তাত্ত্বিক লড়াইও। সেখানে কে জিতলেন সেটা নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই।

সময়ের সঙ্গে ক্লান্ত হলেন মেদভেদেভ, হলেন উত্তেজিতও। আরেক প্রান্তে নাদাল থাকলেন শান্ত, চুপচাপ; আর খেললেন নিজের সেরাটা। তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে প্রথমবার খেলায় ফেরেন নাদাল। পরের সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। শেষ পর্যন্ত নাদালের শেষটাও হলো রঙিন।

শেষ সেটে বারবার পিছিয়ে পড়েও আবার ফিরে আসেন নাদাল। শেষ পর্যন্ত সেট জিতলেন ৭-৫ ব্যবধানে। বছরের প্রথম গ্র‌্যান্ডস্ল্যাম জিতে উঠে গেলেন চূড়ায়। পুরুষ টেনিস তারকাদের সবার ওপরে এখন স্প্যানিশ তারকা। এক সময়ে ক্লে কোর্টের রাজা জিসেবে পরিচিত নাদাল জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনসহ গুনে গুনে ২১টি গ্র্যান্ডস্লাম।