রূপকল্প ২০৪১ অর্জনে কাঙ্ক্ষিত মানবসম্পদ গড়তে সক্ষম কর্মীদেরই নেতৃত্বে আনার চেষ্টা থাকবে’

  • Update Time : ০৩:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • / 147

জাননাহ,ঢাবি প্রতিনিধি:

প্রায় পাঁচ বছর পর আগামীকাল রোববার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হল শাখাগুলোর বার্ষিক সম্মেলন।

সম্মেলন উপলক্ষে আজ, শনিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। সঞ্চালনা করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাধারণ সম্পাদক রওনক জাহান রাইন।

সঞ্জিত চন্দ্র দাস বলেন, সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নেতৃত্ব নির্বাচন। এ বিষয়টিতেও আমাদের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার দৃষ্টিভঙ্গিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে একবিংশ শতাব্দীর এ পর্যায়ের নিউ নর্মাল রিয়েলিটিকে বিবেচনায় নিয়ে রূপকল্প ২০৪১ বাস্তবায়নের উপযোগী মানবসম্পদ গড়তে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাসম্পন্ন কর্মীদেরকেই নেতৃত্বে নিয়ে আসার জন্য চেষ্টা করা হবে।

সম্মেলনের পর নতুন নেতৃত্ব ঘোষণার বিষয়ে ঢাবি ছাত্রলীগ সভাপতি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যেই আমরা কমিটি করবো। সম্মেলনের দু-তিন দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।’

অন্যদের উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, হল সম্মেলন আয়োজক কমিটির সভাপতি বরিকুল ইসলাম বাধন।বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


রূপকল্প ২০৪১ অর্জনে কাঙ্ক্ষিত মানবসম্পদ গড়তে সক্ষম কর্মীদেরই নেতৃত্বে আনার চেষ্টা থাকবে’

Update Time : ০৩:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

জাননাহ,ঢাবি প্রতিনিধি:

প্রায় পাঁচ বছর পর আগামীকাল রোববার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হল শাখাগুলোর বার্ষিক সম্মেলন।

সম্মেলন উপলক্ষে আজ, শনিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। সঞ্চালনা করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাধারণ সম্পাদক রওনক জাহান রাইন।

সঞ্জিত চন্দ্র দাস বলেন, সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নেতৃত্ব নির্বাচন। এ বিষয়টিতেও আমাদের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার দৃষ্টিভঙ্গিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে একবিংশ শতাব্দীর এ পর্যায়ের নিউ নর্মাল রিয়েলিটিকে বিবেচনায় নিয়ে রূপকল্প ২০৪১ বাস্তবায়নের উপযোগী মানবসম্পদ গড়তে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাসম্পন্ন কর্মীদেরকেই নেতৃত্বে নিয়ে আসার জন্য চেষ্টা করা হবে।

সম্মেলনের পর নতুন নেতৃত্ব ঘোষণার বিষয়ে ঢাবি ছাত্রলীগ সভাপতি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যেই আমরা কমিটি করবো। সম্মেলনের দু-তিন দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।’

অন্যদের উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, হল সম্মেলন আয়োজক কমিটির সভাপতি বরিকুল ইসলাম বাধন।বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও এসময় উপস্থিত ছিলেন।