অনুধাবন
- Update Time : ০৮:৩০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / 292
অনুধাবন
আফরিন রহমান সারা
পৌষ আর মাঘ মিলে ঋতু হয় শীত,
লক্ষ্য স্থির করে গড়তে হয় জীবনের ভীত।
আষাঢ় আর শ্রাবণ মিলে ঋতু হয় বর্ষা,
অন্যের উপরে করতে নাই ভরসা।
ভাদ্র আর আশ্বিন মিলে ঋতু শরৎ,
সন্তানদের প্রতি মা-বাবার অফুরন্ত দরদ।
বৈশাখ মাস থেকে শুরু হয় বাংলা বছর,
ভালো কিছু বয়ে আনুক বিদ্যা পীঠের কদর।
আমাদের দেশ ষড় ঋতুর দেশ,
এদেশে প্রকৃতির রয়েছে নানা রকম বেশ।
ফাগুন আর চৈত্র মিলে ঋতু হয় বসন্ত ,
আল্লাহ্ তালার নিয়ামত যেন অফুরন্ত।
Tag :