১৭ তে পা রাখল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • Update Time : ০১:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
  • / 179

মিনহাজুল ইসলাম, জবি সংবাদদাতা:

আজ বুধবার (২০ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ বছর পেরিয়ে ১৭ তম বর্ষে পদার্পণ করার দিন।

২০০৫ সালের ২০ অক্টোবর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি। কিন্তু এই দেড় দশকের বেশি সময়েও বিশ্ববিদ্যালয়টির নানামুখী সঙ্কটের সমাধান হয়নি। তার পরও সঙ্কটকে সঙ্গী করেই আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পথে হেঁটে চলেছে প্রতিষ্ঠানটি।

অনাবাসিক হিসেবে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টি গত বছরের ১৫ তম বিশ্ববিদ্যালয় দিবসে ১৬ তলাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীহল উদ্বোধনের মাধ্যমে অনাবাসিক তকমা দূর করে।

জানা যায়, বুড়িগঙ্গা নদীর তীরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ১৮৫৮ সালে, ব্রাহ্মদের স্কুল হিসেবে। ১৮৭২ সালে এর নাম বদলে রাখা হয় জগন্নাথ স্কুল। পরে তা কলেজে উন্নীত হয়। প্রতিষ্ঠানটি ২০০৫ সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ পাসের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সনদ লাভ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। বর্তমানে মোট ছয়টি অনুষদের অধীনে ৩৬ টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট রয়েছে।

জানা যায়, নানাবিধ সঙ্কট সত্ত্বেও সাম্প্রতিক সময়ে বিসিএস, ব্যাংক জব, পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগসহ চাকরির বাজারে বিশ্ববিদ্যালয়টির সাফল্য ঈর্ষণীয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতি, বিতর্কসহ প্রতিটি স্তরে সাফল্যের স্বাক্ষর রেখে চলছে। এস.এ গেমসে কারাতে বিভাগে স্বর্ণপদক জয়ী মারজান মারিয়া, সম্প্রতি জাতীয় টেস্টদলে সুযোগ পাওয়া শহীদুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়াও জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ, শিল্পকলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিল্পী, বিজ্ঞানী, কবি-সাহিত্যিক রয়েছেন বিশ্ববিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী তালিকায়।

বিশ্ববিদ্যালয়টি মাত্র ১১.১১ একর জমির ওপর প্রতিষ্ঠিত। অবশ্য কেরাণীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে দুই শতাধিক একর জমি অধিগ্রহণ কাজ চলমান রয়েছে। তবে, এই প্রকল্পে ধীরগতির জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষোভ রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)’ বিষয়ে কোনো ধারা বা উপধারা নেই। এ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৯ সালের ১ জুলাই বিশ্ববিদ্যালয় আইনে ওই ধারা বা উপধারা সংযোজন এবং ‘জকসু’ গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে কমিটি করে কর্তৃপক্ষ। তারপর এ বিষয়ে আইন সংশোধন ও গঠনতন্ত্রের একটি খসড়া উপাচার্য বরাবর জমা দিলেও তাতে ইতিবাচক সাড়া নেই।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও ট্রেজারার থেকে শুরু করে শিক্ষক-শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুই শিফটের দাবি করা হলেও তা কার্যকর করা হয়নি।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালিত হবে ২১ অক্টোবর। ঈদে মিলাদুন্নবী ও লক্ষ্মীপূজার ছুটির জন্য ২০ তারিখের পরিবর্তে ২১ তারিখ পালিত হবে বিশ্ববিদ্যালয় দিবস।

Please Share This Post in Your Social Media


১৭ তে পা রাখল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Update Time : ০১:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১

মিনহাজুল ইসলাম, জবি সংবাদদাতা:

আজ বুধবার (২০ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ বছর পেরিয়ে ১৭ তম বর্ষে পদার্পণ করার দিন।

২০০৫ সালের ২০ অক্টোবর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি। কিন্তু এই দেড় দশকের বেশি সময়েও বিশ্ববিদ্যালয়টির নানামুখী সঙ্কটের সমাধান হয়নি। তার পরও সঙ্কটকে সঙ্গী করেই আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পথে হেঁটে চলেছে প্রতিষ্ঠানটি।

অনাবাসিক হিসেবে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টি গত বছরের ১৫ তম বিশ্ববিদ্যালয় দিবসে ১৬ তলাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীহল উদ্বোধনের মাধ্যমে অনাবাসিক তকমা দূর করে।

জানা যায়, বুড়িগঙ্গা নদীর তীরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ১৮৫৮ সালে, ব্রাহ্মদের স্কুল হিসেবে। ১৮৭২ সালে এর নাম বদলে রাখা হয় জগন্নাথ স্কুল। পরে তা কলেজে উন্নীত হয়। প্রতিষ্ঠানটি ২০০৫ সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ পাসের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সনদ লাভ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। বর্তমানে মোট ছয়টি অনুষদের অধীনে ৩৬ টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট রয়েছে।

জানা যায়, নানাবিধ সঙ্কট সত্ত্বেও সাম্প্রতিক সময়ে বিসিএস, ব্যাংক জব, পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগসহ চাকরির বাজারে বিশ্ববিদ্যালয়টির সাফল্য ঈর্ষণীয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতি, বিতর্কসহ প্রতিটি স্তরে সাফল্যের স্বাক্ষর রেখে চলছে। এস.এ গেমসে কারাতে বিভাগে স্বর্ণপদক জয়ী মারজান মারিয়া, সম্প্রতি জাতীয় টেস্টদলে সুযোগ পাওয়া শহীদুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়াও জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ, শিল্পকলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিল্পী, বিজ্ঞানী, কবি-সাহিত্যিক রয়েছেন বিশ্ববিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী তালিকায়।

বিশ্ববিদ্যালয়টি মাত্র ১১.১১ একর জমির ওপর প্রতিষ্ঠিত। অবশ্য কেরাণীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে দুই শতাধিক একর জমি অধিগ্রহণ কাজ চলমান রয়েছে। তবে, এই প্রকল্পে ধীরগতির জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষোভ রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)’ বিষয়ে কোনো ধারা বা উপধারা নেই। এ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৯ সালের ১ জুলাই বিশ্ববিদ্যালয় আইনে ওই ধারা বা উপধারা সংযোজন এবং ‘জকসু’ গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে কমিটি করে কর্তৃপক্ষ। তারপর এ বিষয়ে আইন সংশোধন ও গঠনতন্ত্রের একটি খসড়া উপাচার্য বরাবর জমা দিলেও তাতে ইতিবাচক সাড়া নেই।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও ট্রেজারার থেকে শুরু করে শিক্ষক-শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুই শিফটের দাবি করা হলেও তা কার্যকর করা হয়নি।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালিত হবে ২১ অক্টোবর। ঈদে মিলাদুন্নবী ও লক্ষ্মীপূজার ছুটির জন্য ২০ তারিখের পরিবর্তে ২১ তারিখ পালিত হবে বিশ্ববিদ্যালয় দিবস।