আইকন প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং (চাঁদপুর শাখায়) ভর্তি চলছে
- Update Time : ০৫:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / 374
নিজস্ব প্রতিনিধি:
এইচএসসি পরীক্ষা যদি নদীতে সাঁতার কাটা হয়, তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হল সমুদ্রে সাঁতার কাটা। তাই, লক্ষ্য যাদের বিশ্ববিদ্যালয়, তারা এইচএসসি ২১ সালের প্রস্তুতির পাশাপাশি এখন থেকেই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি শুরু করে দাও। নাহলে এই সমুদ্র জয় তোমার জন্য নয়।
মনে রাখবেন, ২/৩ মাসের প্রস্তুতিতে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব হলেও মেধা তালিকায় প্রথম সারিতে থাকতে এবং টপ সাবজেক্টে পড়তে চাইলে দরকার দীর্ঘ সময়ের প্রস্তুতি।
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ২০২১ যা শুধু HSC 2021 ব্যাচের জন্য।
কেন এই প্রোগ্রামে ভর্তি হবেনঃ
✔ ৩ মাসের কোর্স ফি দিয়েই দীর্ঘ সময়ের (বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার
পূর্ব পর্যন্ত) পূর্ণাঙ্গ প্রস্তুতি।
✔ একই প্রস্তুতিতে HSC GPA 5 ও বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্তির সুবর্ণ সুযোগ।
✔ সরাসরি নিয়মিত অফলাইন ক্লাস।
✔ ভর্তির সাথে সাথেই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সকল সহায়ক বই
প্রদান।
#কেন আইকন প্লাসে ভর্তি হবেন
👍সর্বাধিক এবং নির্ভুল তথ্য সমৃদ্ধ বই, লেকচার শিট ও প্রশ্ন ব্যাংক।
👍 BUET, Dhaka Medical ও Dhaka University এর সাবেক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে তৈরি অভিজ্ঞ ও কোচিং জগতের অপ্রতিদ্বন্দ্বী শিক্ষক প্যানেল।
👍ক্লাসের বাইরে ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য সপ্তাহে সাত দিন One to One Counselling
👍 নিয়মিত পরীক্ষা গ্রহণ ও SMS এর মাধ্যমে রেজাল্ট প্রদান।
👍দুর্বল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ব্যাচ।
👍কোর্স শেষ করে বিদায় না দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত যত্নসহকারে পাঠদান।
পুরো সেপ্টেম্বর মাস জুড়ে যেকোন ইউনিটে ভর্তি হলে ৪০০০ (চার হাজার) টাকা ছাড়!
ফ্রি অফলাইন ক্লাস করতে লিঙ্কে প্রদান কৃত ফরমটি পূরণ করুণ। ক্লাস প্রক্রিয়া সম্পর্কে জানাতে আইকন প্লাস চাঁদপুর শাখা কর্তৃপক্ষই আপনার সাথে যোগাযোগ করবে।
https://cutt.ly/xWEKqPD
চাঁদপুর শাখা:
চিত্রলেখা মোড়, কুমিল্লা রোড, চাঁদপুর।
বিস্তারিত জানতেঃ 01933-854414, 01407-028991