ভর্তি পরীক্ষার তারিখ নিশ্চিত করেছে ঢাবি ; প্রশ্নফাঁস ও জালিয়াতির সুযোগ নেই, বললেন উপাচার্য

  • Update Time : ০২:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • / 194

ঢাবি প্রতিনিধি:

আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।আজ, বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভর্তি পরীক্ষা বিষয়ক এক সংবাদ সম্মেলনে একথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সময় উপাচার্য জানান, আগামী পহেলা অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২ অক্টোবর খ ইউনিটের, ২১ অক্টোবর গ ইউনিটের, ২৩ অক্টোবর ঘ ইউনিটের এবং ৯ অক্টোবর চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোথাও কোনো প্রশ্নফাঁস কিংবা জালিয়াতির সুযোগ নেই উল্লেখ করে উপাচার্য বলেন, আমরা সব জায়গায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ আমাদের সব ধরনের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, এর আগে জালিয়াতির মাধ্যমে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে বহিষ্কার করেছি। দুইদিন আগেও দুইজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষাগুলোতে কোনো ধরনের সমন্বয়হীনতা থাকবে না।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক দিকটি লক্ষ্য রেখে এ বছর প্রথমবারের মতো দেশের আটটি বিভাগের আটটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো : ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে এবং একই সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে মোট আবেদনকারী ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন, আসনসংখ্যা ১৮১৫টি, আসনপ্রতি লড়বেন ৬৫ জন, ‘খ’ ইউনিটে মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন, আসনসংখ্যা ২৩৭৮টি, আসনপ্রতি পরীক্ষার্থী ২০ জন, ‘গ’ ইউনিটে মোট আবেদনকারী ২৭ হাজার ৩৭৪ জন, আসনসংখ্যা ১২৫০টি, প্রতি আসনে লড়বেন ২২ জন, ‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারী ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন, আসনসংখ্যা ১৫৭০টি, প্রতি আসনে লড়বেন ৭৪ জন, ‘চ’ ইউনিটে মোট আবেদনকারী ১৫ হাজার ৪৯৬ জন, আসনসংখ্যা ১৩৫টি, প্রতি আসনে লড়বে ১১৫ জন।

এ বছরের ভর্তি পরীক্ষায় মোট পাঁচটি ইউনিটে ৭১৪৮ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ জন।

Tag :

Please Share This Post in Your Social Media


ভর্তি পরীক্ষার তারিখ নিশ্চিত করেছে ঢাবি ; প্রশ্নফাঁস ও জালিয়াতির সুযোগ নেই, বললেন উপাচার্য

Update Time : ০২:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

ঢাবি প্রতিনিধি:

আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।আজ, বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভর্তি পরীক্ষা বিষয়ক এক সংবাদ সম্মেলনে একথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সময় উপাচার্য জানান, আগামী পহেলা অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২ অক্টোবর খ ইউনিটের, ২১ অক্টোবর গ ইউনিটের, ২৩ অক্টোবর ঘ ইউনিটের এবং ৯ অক্টোবর চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোথাও কোনো প্রশ্নফাঁস কিংবা জালিয়াতির সুযোগ নেই উল্লেখ করে উপাচার্য বলেন, আমরা সব জায়গায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ আমাদের সব ধরনের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, এর আগে জালিয়াতির মাধ্যমে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে বহিষ্কার করেছি। দুইদিন আগেও দুইজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষাগুলোতে কোনো ধরনের সমন্বয়হীনতা থাকবে না।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক দিকটি লক্ষ্য রেখে এ বছর প্রথমবারের মতো দেশের আটটি বিভাগের আটটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো : ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে এবং একই সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে মোট আবেদনকারী ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন, আসনসংখ্যা ১৮১৫টি, আসনপ্রতি লড়বেন ৬৫ জন, ‘খ’ ইউনিটে মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন, আসনসংখ্যা ২৩৭৮টি, আসনপ্রতি পরীক্ষার্থী ২০ জন, ‘গ’ ইউনিটে মোট আবেদনকারী ২৭ হাজার ৩৭৪ জন, আসনসংখ্যা ১২৫০টি, প্রতি আসনে লড়বেন ২২ জন, ‘ঘ’ ইউনিটে মোট আবেদনকারী ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন, আসনসংখ্যা ১৫৭০টি, প্রতি আসনে লড়বেন ৭৪ জন, ‘চ’ ইউনিটে মোট আবেদনকারী ১৫ হাজার ৪৯৬ জন, আসনসংখ্যা ১৩৫টি, প্রতি আসনে লড়বে ১১৫ জন।

এ বছরের ভর্তি পরীক্ষায় মোট পাঁচটি ইউনিটে ৭১৪৮ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ জন।