বাংলাদেশে মাত্র ১৬ দিনেই ১ লাখ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • / ১৬৪ Time View

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশে করোনাভাইরাস রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। যা এর আগে দেখা যায়নি। দেশে করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭ লাখ ৩ হাজার ১৭০ জন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে মাত্র ১৬ দিনেই (৩০ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত) ১ লাখ রোগী শনাক্ত হয়েছে।

এর আগে ১ লাখ রোগী শনাক্ত হতে সবচেয়ে কম সময় লেগেছিল ৩০ দিন, সেটা গত বছরের জুলাইয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ঘেঁটে এমন চিত্র দেখা গেছে।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর তিন মাস পর ১৮ জুন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়ায়। এর ঠিক এক মাস পর ১৮ জুলাই রোগীর সংখ্যা পৌঁছেছিল ২ লাখে।

এর পরের এক লাখ রোগী শনাক্ত হয় এক মাস ৯ দিনে, ২৬ অগাস্ট শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ায় ৩ লাখ। শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ছাড়াতে লেগেছিল আরও দুই মাস। তা ৫ লাখে পৌঁছাতে সময় লাগে ৫৫ দিন।

এরপর সংক্রমণের গতি কিছুটা কমতে থাকায় পরের এক লাখ রোগী শনাক্ত হয় ১০২ দিন পর। গত ২৯ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছিল।

এরপর সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দ্রুত রোগীর সংখ্যা বাড়ছে। ২৯ মার্চের পর দৈনিক দিনে শনাক্ত রোগীর সংখ্যা এক বারের জন্যও ৫ হাজারের নিচে নামেনি। এর মধ্যে ৭ এপ্রিল রেকর্ড সংখ্যক ৭ হাজার ৬২৬ জন রোগী শনাক্ত হয়। যা এই পর্যন্ত এক দিনে সর্বাধিক শনাক্ত।

রোগীর সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ৩৩তম।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশে মাত্র ১৬ দিনেই ১ লাখ করোনা রোগী শনাক্ত

Update Time : ০৯:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশে করোনাভাইরাস রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। যা এর আগে দেখা যায়নি। দেশে করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭ লাখ ৩ হাজার ১৭০ জন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে মাত্র ১৬ দিনেই (৩০ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত) ১ লাখ রোগী শনাক্ত হয়েছে।

এর আগে ১ লাখ রোগী শনাক্ত হতে সবচেয়ে কম সময় লেগেছিল ৩০ দিন, সেটা গত বছরের জুলাইয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ঘেঁটে এমন চিত্র দেখা গেছে।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর তিন মাস পর ১৮ জুন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়ায়। এর ঠিক এক মাস পর ১৮ জুলাই রোগীর সংখ্যা পৌঁছেছিল ২ লাখে।

এর পরের এক লাখ রোগী শনাক্ত হয় এক মাস ৯ দিনে, ২৬ অগাস্ট শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ায় ৩ লাখ। শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ছাড়াতে লেগেছিল আরও দুই মাস। তা ৫ লাখে পৌঁছাতে সময় লাগে ৫৫ দিন।

এরপর সংক্রমণের গতি কিছুটা কমতে থাকায় পরের এক লাখ রোগী শনাক্ত হয় ১০২ দিন পর। গত ২৯ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছিল।

এরপর সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দ্রুত রোগীর সংখ্যা বাড়ছে। ২৯ মার্চের পর দৈনিক দিনে শনাক্ত রোগীর সংখ্যা এক বারের জন্যও ৫ হাজারের নিচে নামেনি। এর মধ্যে ৭ এপ্রিল রেকর্ড সংখ্যক ৭ হাজার ৬২৬ জন রোগী শনাক্ত হয়। যা এই পর্যন্ত এক দিনে সর্বাধিক শনাক্ত।

রোগীর সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ৩৩তম।