প্রযুক্তির অপব্যবহার রক্ষায় জোট গঠন করবে হোয়াইট হাউজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • / ১৩০ Time View

প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন বন্ধে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। শিগগিরই জোটভুক্ত দেশগুলোর নামসহ তালিকা প্রকাশ করা হবে বলে বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রযুক্তি পাচার ও অপব্যবহারের মাধ্যমে যেসব প্রতিষ্ঠান, গ্রুপ, গোষ্ঠী বা দেশ মানবাধিকার লঙ্ঘন করে, তাদের দমনে প্রতিশ্রুতিবদ্ধদের নিয়ে এ জোট গঠন করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সামিট ফর ডেমোক্রেসির অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে। এক বিস্তারিত বার্তায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, যেসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করা যায়, সেগুলোর ব্যবহার বন্ধে কাজ করাই হবে জোটটির লক্ষ্য। পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর বিপক্ষে বিতর্কিত ও উদীয়মান প্রযুক্তির অপব্যবহার বন্ধে দেশগুলো সচেষ্ট থাকবে।

নতুন জোটে কোন দেশগুলো থাকবে বা কোন ধরনের প্রযুক্তি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কাজ করা হবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে জোটভুক্ত দেশের সদস্যরা মানবাধিকারের বিষয়টিকে প্রাধান্য দিয়ে প্রযুক্তি ব্যবহার ও রফতানির বিষয়ে নির্দিষ্ট আচরণ বিধি মেনে চলবে। কর্মকর্তারা এদিক থেকে চীনকে এমন একটি জাতির উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে দেশটির প্রশাসন জনগণের ওপর নজরদারি করতে প্রযুক্তি ব্যবহার করেছে।

চলতি বছরের শুরুতে বাণিজ্য ক্ষেত্রে চীনের কয়েকটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। এর মধ্যে অন্যতম দুটি হলো হুয়াওয়ে ও জিটিই। প্রযুক্তির অপব্যবহার, হস্তান্তর ও তথ্য চুরির অভিযোগে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন। অক্টোবরে প্রযুক্তির অপব্যবহার বন্ধে প্রযুক্তি পণ্য সরবরাহ বন্ধে নতুন আইন চালু করেছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর নজরদারির অভিযোগে গত সপ্তাহে ইসরায়েলি সাইবার ফার্ম এনএসও গ্রুপ ও তার প্যারেন্ট কোম্পানি ওএসওয়াই টেকনোলজিসের বিরুদ্ধে মামলা করেছে অ্যাপল। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের মাধ্যমে মার্কিন গ্রাহকদের ওপর নজরদারির অভিযোগে এ মামলা করেছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক কোম্পানিটি।

নভেম্বরের শুরুতে ইসরায়েলি কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র সরকার। এছাড়া অন্য যেসব প্রতিষ্ঠান আইনি পদক্ষেপ নিয়েছে কিংবা মৌখিক সমালোচনা করেছে, তার মধ্যে রয়েছে মাইক্রোসফট, মেটা, অ্যালফাবেট ও সিসকো সিস্টেমস। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের মাধ্যমে এ কোম্পানিগুলোর বিভিন্ন পণ্য ও সেবার নিরাপত্তা জাল এড়িয়ে গ্রাহকদের তথ্য-উপাত্ত হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে।

আগামী ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ভার্চুয়াল ডেমোক্রেসি ইভেন্টে ১০০টি দেশের রাষ্ট্রীয় নেতাদের আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। তবে এখানে চীন ও রাশিয়া স্থান পায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রযুক্তির অপব্যবহার রক্ষায় জোট গঠন করবে হোয়াইট হাউজ

Update Time : ০২:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১

প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন বন্ধে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। শিগগিরই জোটভুক্ত দেশগুলোর নামসহ তালিকা প্রকাশ করা হবে বলে বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রযুক্তি পাচার ও অপব্যবহারের মাধ্যমে যেসব প্রতিষ্ঠান, গ্রুপ, গোষ্ঠী বা দেশ মানবাধিকার লঙ্ঘন করে, তাদের দমনে প্রতিশ্রুতিবদ্ধদের নিয়ে এ জোট গঠন করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সামিট ফর ডেমোক্রেসির অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে। এক বিস্তারিত বার্তায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, যেসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করা যায়, সেগুলোর ব্যবহার বন্ধে কাজ করাই হবে জোটটির লক্ষ্য। পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর বিপক্ষে বিতর্কিত ও উদীয়মান প্রযুক্তির অপব্যবহার বন্ধে দেশগুলো সচেষ্ট থাকবে।

নতুন জোটে কোন দেশগুলো থাকবে বা কোন ধরনের প্রযুক্তি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কাজ করা হবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে জোটভুক্ত দেশের সদস্যরা মানবাধিকারের বিষয়টিকে প্রাধান্য দিয়ে প্রযুক্তি ব্যবহার ও রফতানির বিষয়ে নির্দিষ্ট আচরণ বিধি মেনে চলবে। কর্মকর্তারা এদিক থেকে চীনকে এমন একটি জাতির উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে দেশটির প্রশাসন জনগণের ওপর নজরদারি করতে প্রযুক্তি ব্যবহার করেছে।

চলতি বছরের শুরুতে বাণিজ্য ক্ষেত্রে চীনের কয়েকটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। এর মধ্যে অন্যতম দুটি হলো হুয়াওয়ে ও জিটিই। প্রযুক্তির অপব্যবহার, হস্তান্তর ও তথ্য চুরির অভিযোগে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন। অক্টোবরে প্রযুক্তির অপব্যবহার বন্ধে প্রযুক্তি পণ্য সরবরাহ বন্ধে নতুন আইন চালু করেছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর নজরদারির অভিযোগে গত সপ্তাহে ইসরায়েলি সাইবার ফার্ম এনএসও গ্রুপ ও তার প্যারেন্ট কোম্পানি ওএসওয়াই টেকনোলজিসের বিরুদ্ধে মামলা করেছে অ্যাপল। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের মাধ্যমে মার্কিন গ্রাহকদের ওপর নজরদারির অভিযোগে এ মামলা করেছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক কোম্পানিটি।

নভেম্বরের শুরুতে ইসরায়েলি কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র সরকার। এছাড়া অন্য যেসব প্রতিষ্ঠান আইনি পদক্ষেপ নিয়েছে কিংবা মৌখিক সমালোচনা করেছে, তার মধ্যে রয়েছে মাইক্রোসফট, মেটা, অ্যালফাবেট ও সিসকো সিস্টেমস। পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের মাধ্যমে এ কোম্পানিগুলোর বিভিন্ন পণ্য ও সেবার নিরাপত্তা জাল এড়িয়ে গ্রাহকদের তথ্য-উপাত্ত হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে।

আগামী ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ভার্চুয়াল ডেমোক্রেসি ইভেন্টে ১০০টি দেশের রাষ্ট্রীয় নেতাদের আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। তবে এখানে চীন ও রাশিয়া স্থান পায়নি।