আবারও ঢাকায় আসছেন ডোনাল্ড লু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / ১৮ Time View

ফের দুদিনের সফরে ঢাকা আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দিনক্ষণ ঠিক না হলেও এ মাসের মাঝামাঝি সময়ে তার আসার কথা। মঙ্গলবার (৭ মে) দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে।

গত ৭ জানুয়ারির নির্বাচনের পর লুর এই সফরকে ঘিরে আলোচনা শুরু হয়ে গেছে কূটনৈতিক অঙ্গনে। এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে দেখভালকারী লু আলোচিত।

এটি হবে মার্কিন সহকারী মন্ত্রীর ঢাকায় চতুর্থ সফর। এর আগে গত জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং মার্কিন ভিসা নীতিসহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে সেই সফরটি আলোচিত ছিল।

Please Share This Post in Your Social Media

আবারও ঢাকায় আসছেন ডোনাল্ড লু

Update Time : ০৬:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

ফের দুদিনের সফরে ঢাকা আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দিনক্ষণ ঠিক না হলেও এ মাসের মাঝামাঝি সময়ে তার আসার কথা। মঙ্গলবার (৭ মে) দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে।

গত ৭ জানুয়ারির নির্বাচনের পর লুর এই সফরকে ঘিরে আলোচনা শুরু হয়ে গেছে কূটনৈতিক অঙ্গনে। এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে দেখভালকারী লু আলোচিত।

এটি হবে মার্কিন সহকারী মন্ত্রীর ঢাকায় চতুর্থ সফর। এর আগে গত জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং মার্কিন ভিসা নীতিসহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে সেই সফরটি আলোচিত ছিল।