টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / ৯১ Time View

স্পোর্টস ডেস্কঃ

ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। ছন্নছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি ইনজুরির লুকোচুরি আর নানা বিতর্ক মাথায় নিয়েই মাঠে নেমেছে সাকিব বাহিনী। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয়েই চোখ দারুণ ফর্মে থাকা প্রোটিয়াদের। মুম্বাইয়ে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিশ্বকাপ শুরুর আগেই দল নির্বাচন নিয়ে ছিল বিতর্ক। তামিম-মাহমুদুল্লাহকে নিয়েও জল ঘোলা হয়েছে অনেক। বাকি ইতিহাস সবার জানা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা দাপুটে জয়ে সবার মধ্যেই ছিল স্বস্তি।

এরপরই টাইগাররা হাটতে শুরু করে ব্যর্থতার বৃত্তে। পরপর তিনটি ম্যাচ হেরে সেমির লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়েছে হাথুরু সিংহের শিষ্যরা। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বাঁচা-মরার লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও সাকিবের খেলা নিয়ে সংশয় রয়েছে। ইনজুরিতে আছেন তাসকিনও।

তবে অনুশীলনে ঘাটতি নেই মুশফিক, মাহমুদুল্লাহ, মিরাজ, তানজিমদের। নিজেদের সর্বশক্তি দিয়েই চেষ্টা করবেন টাইগাররা।

এদিকে, দারুণ ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১০২ ও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়েছে তারা। কিন্তু তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছে ৩৮ রানে।

এই হারকে স্বাভাবিকভাবে নেয়নি প্রোটিয়ারা। তাইতো চতুর্থ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২২৯ রানের ব্যবধানে গুড়িয়ে দিয়েছে তারা।

এবার বাংলাদেশকেও ছাড় দিতে নারাজ দক্ষিণ আফ্রিকা। জয় দিয়ে সেমির লড়াইয়ে এগিয়ে থাকতে চায় প্রোটিয়ারা।

Tag :

Please Share This Post in Your Social Media

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Update Time : ০২:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। ছন্নছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি ইনজুরির লুকোচুরি আর নানা বিতর্ক মাথায় নিয়েই মাঠে নেমেছে সাকিব বাহিনী। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয়েই চোখ দারুণ ফর্মে থাকা প্রোটিয়াদের। মুম্বাইয়ে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বিশ্বকাপ শুরুর আগেই দল নির্বাচন নিয়ে ছিল বিতর্ক। তামিম-মাহমুদুল্লাহকে নিয়েও জল ঘোলা হয়েছে অনেক। বাকি ইতিহাস সবার জানা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা দাপুটে জয়ে সবার মধ্যেই ছিল স্বস্তি।

এরপরই টাইগাররা হাটতে শুরু করে ব্যর্থতার বৃত্তে। পরপর তিনটি ম্যাচ হেরে সেমির লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়েছে হাথুরু সিংহের শিষ্যরা। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বাঁচা-মরার লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও সাকিবের খেলা নিয়ে সংশয় রয়েছে। ইনজুরিতে আছেন তাসকিনও।

তবে অনুশীলনে ঘাটতি নেই মুশফিক, মাহমুদুল্লাহ, মিরাজ, তানজিমদের। নিজেদের সর্বশক্তি দিয়েই চেষ্টা করবেন টাইগাররা।

এদিকে, দারুণ ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১০২ ও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়েছে তারা। কিন্তু তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছে ৩৮ রানে।

এই হারকে স্বাভাবিকভাবে নেয়নি প্রোটিয়ারা। তাইতো চতুর্থ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২২৯ রানের ব্যবধানে গুড়িয়ে দিয়েছে তারা।

এবার বাংলাদেশকেও ছাড় দিতে নারাজ দক্ষিণ আফ্রিকা। জয় দিয়ে সেমির লড়াইয়ে এগিয়ে থাকতে চায় প্রোটিয়ারা।