চীনে আততয়ীর ছুরিকাঘাতে প্রাণ গেলো ৭ জনের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • / ১৪৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে প্রকাশ্য রাস্তায় আচমকা হামলা চালিয়ে সাতজনকে নির্মমভাবে হত্যা করেছেন এক আততায়ী। তাকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ আরও ৭ জন।

রোববার (২৭ ডিসেম্বর) ঘটনাটি ঘটেছে চীনের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত লিয়নিং প্রদেশের কাইয়ুয়ান শহরে। ওই আততায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার কাইয়ুয়ান শহরের একটি রাস্তায় আচমকা পথচারীদের ওপর ধারালো ছুরি নিয়ে চড়াও হন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। তারপর এলোপাথাড়ি ছুরি চালাতে থাকেন তিনি। এর জেরে অনেক মানুষকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কিছু মানুষ ও কর্তব্যরত পুলিশকর্মীরা ওই দুষ্কৃতিকারীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আহত করেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে আটক করতে পেরেছে পুলিশ।

সূত্র: বিবিসি

Tag :

Please Share This Post in Your Social Media

চীনে আততয়ীর ছুরিকাঘাতে প্রাণ গেলো ৭ জনের

Update Time : ০৭:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

 

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে প্রকাশ্য রাস্তায় আচমকা হামলা চালিয়ে সাতজনকে নির্মমভাবে হত্যা করেছেন এক আততায়ী। তাকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ আরও ৭ জন।

রোববার (২৭ ডিসেম্বর) ঘটনাটি ঘটেছে চীনের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত লিয়নিং প্রদেশের কাইয়ুয়ান শহরে। ওই আততায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার কাইয়ুয়ান শহরের একটি রাস্তায় আচমকা পথচারীদের ওপর ধারালো ছুরি নিয়ে চড়াও হন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। তারপর এলোপাথাড়ি ছুরি চালাতে থাকেন তিনি। এর জেরে অনেক মানুষকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কিছু মানুষ ও কর্তব্যরত পুলিশকর্মীরা ওই দুষ্কৃতিকারীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আহত করেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে আটক করতে পেরেছে পুলিশ।

সূত্র: বিবিসি