এগিয়ে থেকেই বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
  • / ১১৩ Time View

দশম মিনিটে নাবিব নেওয়াজ জীবনের করা গোলে এগিয়ে থেকেই নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অতিথি দলটির চেয়ে ভালো খেলেই প্রথমার্ধ পার করেছে লাল-সবুজ জার্সিধারীরা।

প্রথমার্ধে ব্যবধান বাড়তেও পারতো। মোহাম্মদ ইব্রাহিম ও জীবন দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। নেপাল দল চেষ্টা করেছে ম্যাচে ফিরতে। গোটাদুয়েক ভালো আক্রমণও ছিল তাদের। কিন্তু বাংলাদেশের রক্ষণ দেয়াল ভাঙতে পারেননি নাওয়াং শেরেস্তা-বিক্রম লামারা।

শুরু থেকেই নেপালকে চেপে ধরেছিল বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটেই স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দিয়েছেন নাবিব নেওয়াজ জীবন। ডান দিক থেকে সাদউদ্দিনের ক্রসে চলন্ত বলে ডান পায়ে গোল করেছেন আবাহনীর স্ট্রাইকার।

নেপালের বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছে গোলরক্ষক আনিসুর রহমান জিকু ও স্ট্রাইকার সুমন রেজার। নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অনেকটা তারুণ্য নির্ভর দলই নামিয়েছেন কোচ জেমি ডে।

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকু, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া (অধিনায়ক), মোহাম্মদ ইব্রাহিম, সাদউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, মানিক মোল্লা ও সুমন রেজা।

নেপাল একাদশ
কিরন কুমার লিম্বু (অধিনায়ক), অজিত ভান্ডারি, অনন্ত তামাঙ, বিক্রম লামা (অনিক বিস্তা), তেজ তামাং, অঞ্জন বিশট, সুজল শ্রেষ্ঠ, সুমন আরিয়াল, নয়াযুগ শ্রেষ্ঠ, রবিশংকর পাসওয়ান ও বিকাশ খাওয়াস।

Tag :

Please Share This Post in Your Social Media

এগিয়ে থেকেই বিরতিতে বাংলাদেশ

Update Time : ১২:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০

দশম মিনিটে নাবিব নেওয়াজ জীবনের করা গোলে এগিয়ে থেকেই নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অতিথি দলটির চেয়ে ভালো খেলেই প্রথমার্ধ পার করেছে লাল-সবুজ জার্সিধারীরা।

প্রথমার্ধে ব্যবধান বাড়তেও পারতো। মোহাম্মদ ইব্রাহিম ও জীবন দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। নেপাল দল চেষ্টা করেছে ম্যাচে ফিরতে। গোটাদুয়েক ভালো আক্রমণও ছিল তাদের। কিন্তু বাংলাদেশের রক্ষণ দেয়াল ভাঙতে পারেননি নাওয়াং শেরেস্তা-বিক্রম লামারা।

শুরু থেকেই নেপালকে চেপে ধরেছিল বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটেই স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দিয়েছেন নাবিব নেওয়াজ জীবন। ডান দিক থেকে সাদউদ্দিনের ক্রসে চলন্ত বলে ডান পায়ে গোল করেছেন আবাহনীর স্ট্রাইকার।

নেপালের বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছে গোলরক্ষক আনিসুর রহমান জিকু ও স্ট্রাইকার সুমন রেজার। নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অনেকটা তারুণ্য নির্ভর দলই নামিয়েছেন কোচ জেমি ডে।

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকু, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া (অধিনায়ক), মোহাম্মদ ইব্রাহিম, সাদউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, মানিক মোল্লা ও সুমন রেজা।

নেপাল একাদশ
কিরন কুমার লিম্বু (অধিনায়ক), অজিত ভান্ডারি, অনন্ত তামাঙ, বিক্রম লামা (অনিক বিস্তা), তেজ তামাং, অঞ্জন বিশট, সুজল শ্রেষ্ঠ, সুমন আরিয়াল, নয়াযুগ শ্রেষ্ঠ, রবিশংকর পাসওয়ান ও বিকাশ খাওয়াস।