কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন
- Update Time : ০২:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / 42
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।
সুস্বাস্থ্য-ই হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুমেক হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে দিবসটি পালিত হয়।
কুমেক হাসপাতালের ডায়াবেটিক ও হরমোন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহরিয়ার আহমেদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মির্জা মোহাম্মদ তাইয়েবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। এ রোগ কখনো সম্পূর্ণ সেরে যায় না। কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত নিয়মশৃঙ্খলা মেনে চললে এবং প্রয়োজনে পরিমাণমতো ওষুধ গ্রহণ করলে এ রোগ নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও প্রায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি বলেই ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়ছে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, ডায়াবেটিস আছে এমন রোগীদের অন্তত ৫০ শতাংশই জানেন না যে তাদের ডায়াবেটিস আছে। এ কারণে দেশের সব শ্রেণির মানুষকে এ রোগ সম্পর্কে সচেতন করে তোলা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মোঃ মাসুদ পারভেজ, কুমেক উপাধ্যক্ষ জাহাংগীর আলম মজুমদার, মেডিসি বিভাগের বিভাগীয় প্রধান ডা. চিত্ময় কুমার সাহা। বক্তব্য রাখেন, ডায়াবেটিস ও হরমোন বিভাগের সহকারী রেজিস্ট্রার আবদুল বারী রোবেল, আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহিবুল্লাহ।
উল্লেখ্য, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানী ইনসুলিনের আবিষ্কারক নোবেলবিজয়ী স্যার ফ্রেডরিক গ্রান্ড বেন্টিংয়ের জন্মদিন ১৪ নভেম্বরকে সম্মান দেখিয়ে ফ্রেডরিক এর জন্মশতবার্ষিকীতে ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিনটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিই এই দিবসের মূল লক্ষ্য।