চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হত্যা

  • Update Time : ০৯:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / 53

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মুসলিম উদ্দিন (৪৮)।

স্থানীয় ব্যক্তিরা জানান, ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকার একটি দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিলেন এক ব্যক্তি। মুসলিম এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মুসলিম উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়।

পুলিশ জানিয়েছে, মুসলিম উদ্দিনের কোমরের ওপরে বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর স্ক্র্যাপ লোহার দোকান রয়েছে। দোকানটি নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব রয়েছে বলে তারা জানতে পেরেছে।

এ ঘটনায় নিহতের পরিবার মামলার করবে জানিয়ে বন্দর–থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, লাশ দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হত্যা

Update Time : ০৯:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মুসলিম উদ্দিন (৪৮)।

স্থানীয় ব্যক্তিরা জানান, ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকার একটি দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিলেন এক ব্যক্তি। মুসলিম এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মুসলিম উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়।

পুলিশ জানিয়েছে, মুসলিম উদ্দিনের কোমরের ওপরে বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর স্ক্র্যাপ লোহার দোকান রয়েছে। দোকানটি নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব রয়েছে বলে তারা জানতে পেরেছে।

এ ঘটনায় নিহতের পরিবার মামলার করবে জানিয়ে বন্দর–থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, লাশ দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।