বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
- Update Time : ১২:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / 178
স্পোর্টস ডেস্ক:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আছেন দুইজন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। স্ট্যান্ডবাই হিসেবে আছেন পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্য থেকেই দল চূড়ান্ত করা হয়েছে।
সাকিব আল হাসান ছাড়াও স্কোয়াডে স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান। পেসারদের মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।
স্ট্যান্ডবাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।