টি-টয়েন্টি বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ালেন তামিম 

  • Update Time : ০১:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • / 185

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

 

ভিডিও বার্তায় তামিম চোট কাটিয়ে বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন। তবে লম্বা সময় ধরে এই সংস্করণের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।

তামিম জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে আগেই জানিয়েছেন নিজের ভাবনা।

সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। বর্তমানে তার পুনবার্সন চলছে। গত বছরের মার্চে বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

Please Share This Post in Your Social Media


টি-টয়েন্টি বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ালেন তামিম 

Update Time : ০১:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

 

ভিডিও বার্তায় তামিম চোট কাটিয়ে বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন। তবে লম্বা সময় ধরে এই সংস্করণের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।

তামিম জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে আগেই জানিয়েছেন নিজের ভাবনা।

সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। বর্তমানে তার পুনবার্সন চলছে। গত বছরের মার্চে বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।