অবশেষে দল চূড়ান্ত হলো মেসির
- Update Time : ০৪:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / 182
স্পোর্টস ডেস্ক:
অপেক্ষার অবসান আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি নতুন ঠিকানার বেছে নিয়েছেন। বার্সালোনা থেকে নতুন গন্তব্য হিসেবে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ফ্রেঞ্চ গণমাধ্যম এল’ ইকুইপ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, মঙ্গলবারই (১০ আগস্ট) প্যারিসে উড়ে যাচ্ছেন মেসি।
এদিকে ইউরোপিয়ান ফুটবলের দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আগামী দুই মৌসুমের জন্য মেসির সঙ্গে চুক্তি করছে পিএসজি। যা দুই পক্ষের ইচ্ছায় ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো সম্ভব। প্রতি মৌসুমে ৩৫ মিলিয়ন ইউরো পাবেন ছয় বারের ব্যালন ডি অ’র জয়ী। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪৮ কোটি ৩২ লাখ টাকারও বেশি।
গেল ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তি শেষ হয় মেসির। নতুন চুক্তিতে ৫০ শতায় বেতন কমিয়ে পাঁচ বছরের জন্য চুক্তি করতে রাজি হন দলটির ইতিহাসের সবচেয়ে সেরা এই খেলোয়াড়। যদিও শেষ পর্যন্ত এই চুক্তি সম্পন্ন করকে পারেনি দুই পক্ষ।
আর্জেন্টাইন অধিনায়ককে অনেক আগ থেকে নিজেদের করার পরিকল্পনা ছিল প্যারিসের দলটির। শেষ পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি করতে সক্ষম হলো পিএসজির। এতে স্প্যানিশ দল বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষে হচ্ছে মেসির।