সাকিব ইস্যুতে মোহামেডানের সংবাদ সম্মেলন স্থগিত
- Update Time : ১২:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / 198
স্পোর্টস ডেস্ক:
মাঠে সাকিব আল হাসানের অপ্রীতিকর এক কাণ্ড ঘিরে এখন সরগরম ক্রিকেটপাড়া। এর মধ্যে চলছে আবার নাটকের পর নাটক। শাস্তির বিষয়ে একবার খবর ছড়িয়ে পড়েছিল, চার ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার।
পরে আবার নিষেধাজ্ঞা ঘোষণার সময় দেখা গেল আরেক চিত্র। চার ম্যাচ নয়, তিন ম্যাচের নিষেধাজ্ঞা সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় মোহামেডান অধিনায়ককে।
গত ১২ জুন সেই নিষেধাজ্ঞা ঘোষণা নিয়ে হয়েছে আরও জলঘোলা। সেদিন জানানো হয়, সন্ধ্যায় সংবাদ সম্মেলন আয়োজন করবে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম), সেটা পরে আবার বাতিল কর হয়।
এরপর সাকিব ইস্যুতে আরেকটি সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় তার ক্লাব মোহামেডান। আজ (সোমবার) বিকেলে ক্লাব প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করা হবে বলে মিডিয়াকে জানিয়েছিলেন মোহামেডানের ক্রিকেট কমিটির সভাপতি মাসুদুজ্জামান।
সেটি নিয়েও হলো নাটক। কিছুক্ষণ আগে মোহামেডান ক্রিকেট কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেয়া হয়েছে, পূর্বনির্ধারিত এই সংবাদ সম্মেলন হচ্ছে না।
কিন্তু কেন হঠাৎ এমন সংবাদ সম্মেলন ডাকা, কেনইবা স্থগিত করা? সঠিক কার্যকারণ জানিয়ে মোহামেডানের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো ব্যাখ্যা আসেনি এখন পর্যন্ত।
তবে গতকাল মোহামেডানের ম্যাচ ছিল ওল্ডডিওএইচএসের সঙ্গে। আজ বিকেলে আবার তারা খেলতে নামবে ব্রার্দাস ইউনিয়নের বিপক্ষে। সাকিবের নিষেধাজ্ঞা তিন ম্যাচের, আজ দুই ম্যাচ শেষই হয়ে যাবে। বাকি থাকবে মাত্র এক ম্যাচের নিষেধাজ্ঞা। এমতাবস্থায় সাজা কমানোর আবেদন এবং সাকিব ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করা কতটা সময়োপযোগী, সেটাও এক প্রশ্ন।
এর মধ্যে আবার বিকেলে খেলা হওয়ায় মোহামেডানের বেশিরভাগ কর্মকর্তা ইতিমধ্যেই সাভারের বিকেএসপিতে চলে গেছেন। সবমিলিয়ে ‘হ-য-ব-র-ল’ অবস্থা। সঙ্গত কারণেই তাই সংবাদ সম্মেলনটি স্থগিত করার ঘোষণা এসেছে।