অভিষেকেই খরুচে বোলিংয়ের বিশ্ব রেকর্ড আইরিশ বোলারের

- Update Time : ১২:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 35
টি-টোয়েন্টি ক্রিকেটে লজ্জার এক রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের লিয়াম ম্যাককার্থি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচে সবচেয়ে খরুচে বোলার এখন লিয়াম। তিনি ৪ ওভারে দিয়েছেন ৮১ রান।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড। সেই ম্যাচে ৪ ওভার বোলিং করে ৮১ রান দিয়েও কোনও উইকেট পাননি লিয়াম।
ম্যাচের পঞ্চম ওভারে তাকে প্রথমবার বোলিংয়ে আনেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। তার প্রথম দুটি বলেই বাউন্ডারি হাঁকান শাই হোপ। প্রথম দু’বলে ছক্কার পর সেই ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে লিয়ামকে পর পর দু’টি চার মারেন ওয়েস্ট ইন্ডিজের আরেক ওপেনার এভিন লুইস। প্রথম ওভারে ২১ রান দিয়ে চাপে পড়ে যান লিয়াম।
তার দ্বিতীয় ওভারে হয় ৩টি চার এবং ১টি ছয়। মোট ২৪ রান দেন। তৃতীয় ওভারেও ৪টি বাউন্ডারিসহ ১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ওভারেও ক্যারিবিয়ান আগ্রাসন থেকে রেহাই পাননি লিয়াম। এক চার এবং ২ ছক্কা হজম করেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে লিয়ামের থেকে বেশি রান হজম করেছেন কেবল একজনই। ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে গাম্বিয়ার মুসা জোবার্তে ৪ ওভারে ৯৩ রান দিয়েছিলেন। সেটাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।