গল টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • Update Time : ১২:১৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 32

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা টাইগারদের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন সমর্থকরাও। ফলে চাপ নিয়েই আগামীকাল শ্রীলঙ্কা সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে আগামীকাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়। গলের মাঠে বরাবরই বেশি রান হয়ে থাকে। ব্যাটারদের জন্য তার বাড়তি সুযোগ এই মাঠে। মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি করার স্মৃতি রয়েছে এই মাঠে।

এদিকে ম্যাচের আগে দলের কম্বিনেশনের খবর জানাতে গিয়ে শান্ত তুললেন মিরাজের কথা, ‘এখনো মিরাজের শরীরটা একটু খারাপ আছে, তবে উন্নতি করছে। ওর উপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারব।’

বাংলাদেশ দলে দুই পেসারের সঙ্গে তিন স্পিনার দেখা যেতে পারে একাদশে। মিরাজ থাকলে অভিষেক হতে পারে হাসান মুরাদের। এ ছাড়া তাইজুল ইসলাম, নাঈম হাসানকে দেখা যেতে পারে।

প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ :

সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ/ হাসান মুরাদ, এবাদত হোসেন, নাহিদ রানা।

Tag :

Please Share This Post in Your Social Media


গল টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Update Time : ১২:১৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা টাইগারদের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন সমর্থকরাও। ফলে চাপ নিয়েই আগামীকাল শ্রীলঙ্কা সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে আগামীকাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়। গলের মাঠে বরাবরই বেশি রান হয়ে থাকে। ব্যাটারদের জন্য তার বাড়তি সুযোগ এই মাঠে। মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি করার স্মৃতি রয়েছে এই মাঠে।

এদিকে ম্যাচের আগে দলের কম্বিনেশনের খবর জানাতে গিয়ে শান্ত তুললেন মিরাজের কথা, ‘এখনো মিরাজের শরীরটা একটু খারাপ আছে, তবে উন্নতি করছে। ওর উপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারব।’

বাংলাদেশ দলে দুই পেসারের সঙ্গে তিন স্পিনার দেখা যেতে পারে একাদশে। মিরাজ থাকলে অভিষেক হতে পারে হাসান মুরাদের। এ ছাড়া তাইজুল ইসলাম, নাঈম হাসানকে দেখা যেতে পারে।

প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ :

সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ/ হাসান মুরাদ, এবাদত হোসেন, নাহিদ রানা।