ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

- Update Time : ১০:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 50
স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমেই বাজিমাত করলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা প্রথমবারের মতো জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু (বুট)। তার ক্যারিয়ারে এটি এবারই প্রথম। রোমাঞ্চকর লা লিগা মৌসুমে ৩১ গোল করে ফরাসি তারকা পেছনে ফেলেছেন স্পোর্টিং সিপির ভিক্টর গিয়োকারেস (৩৯ গোল) এবং লিভারপুলের মোহাম্মদ সালাহ (২৯ গোল)-কে।
গত গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই নজর কাড়ছিলেন এমবাপ্পে। মৌসুমজুড়ে ৫৫ ম্যাচে ৪২ গোল, যার মধ্যে লা লিগাতেই ৩১ গোল। এমন পারফরম্যান্সেই মিলে গেছে ইউরোপিয়ান গোল্ডেন শু, যেখানে লা লিগার মতো ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রতিটি গোলের মূল্য ধরা হয় ২ পয়েন্ট, আর পর্তুগিজ লিগের মতো অপেক্ষাকৃত নিম্ন র্যাংকিংয়ের লিগে ১.৫ পয়েন্ট।
এই হিসেবেই ৬২ পয়েন্টে শীর্ষে থেকে গোল্ডেন শু জিতে নিয়েছেন এমবাপ্পে। দ্বিতীয় হয়েছেন গিয়োকারেস (৫৮.৫ পয়েন্ট), তৃতীয় সালাহ (৫৮ পয়েন্ট)।
এই অর্জনের মধ্য দিয়ে এমবাপ্পে বিশ্ব ফুটবলে গড়েছেন এক অনন্য নজির—তিনি এখন একমাত্র খেলোয়াড়, যিনি জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু, বিশ্বকাপ গোল্ডেন বুট, এবং চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন বুট—সবগুলোই।
এছাড়া ২০০৫ সালে থিয়েরি অঁরির পর এই প্রথম কোনো ফরাসি ফুটবলার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন।
লা লিগার পিচিচি ট্রফি জেতার দৌড়ে এমবাপ্পে শেষ পর্যন্ত পেছনে ফেলেছেন রবার্ট লেভানডফস্কিকে (২৭ গোল)। মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকার এবার ক্লাব বিশ্বকাপে আল-হিলাল, পাচুকা এবং রেড বুল সালজবুর্গের বিপক্ষে খেলতে নামবেন আগামী মাসে।
সমালোচকরা মৌসুমের শুরুতে যেভাবে প্রশ্ন তুলেছিলেন, মৌসুম শেষে এমবাপ্পে যেন সেই প্রশ্নগুলোকে একে একে গোল করে জবাব দিলেন। এখন দেখার বিষয়, ২০২৬ বিশ্বকাপের আগে তিনি আর কী কী চমক দেখাতে পারেন ফুটবল বিশ্বকে।