আইপিএল প্লে-অফের এক জায়গার লড়াইয়ে তিন দল, কার কী সমীকরণ

  • Update Time : ০১:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 79

স্পোর্টস ডেস্ক

চলমান আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপর একে একে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে।

তবে গতকাল অবধি অফিসিয়ালি প্লে-অফ নিশ্চিত ছিল না কোনো দলেরই। দিল্লি ক্যাপিটালসকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। একই সঙ্গে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। ফল বাকি রয়েছে একটি মাত্র জায়গা। লড়াইয়ে তিন দল-মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস।

১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট রয়েছে মুম্বাইয়ের ঝুলিতে। নেট রান রেট ১.১৫৬। বাকি রয়েছে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস ও জয়পুরে পাঞ্জাব কিংস ম্যাচ। আপাতত যা পরিস্থিতি, অপেক্ষমান তিন দলের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে হার্দিক পান্ডিয়ার দল। একটা জয়েই প্লে-অফ নিশ্চিত হয়ে যেতে পারে মুম্বাইয়ের।

বিজ্ঞাপন

আর সেটা যদি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হয়, তাহলে কার্যত নিশ্চিত। মুম্বাই সর্বাধিক ১৮ পয়েন্টে পৌঁছাতে পারে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস সর্বাধিক ১৫ পয়েন্টে। লখনৌও সর্বাধিক ১৬ পয়েন্টে পৌঁছতে পারে, তবে তাদের নেট রান রেট মাইনাসে। লখনৌ যদি বাকি তিন ম্যাচ সব মিলিয়ে ৩০০ রানের ব্যবধানে জেতে তবেই মুম্বাইয়ের নেট রান রেটকে ছাপিয়ে যেতে পারবে। আর সেটা না হলে মুম্বাই একটা জিতলেই যথেষ্ট। কিন্তু দু-ম্যাচ হারলে তখন আর প্লে-অফ নিজেদের হাতে থাকবে না।

দিল্লি ক্যাপিটালস

নিজেদের সর্বশেষ ম্যাচে গুজরাটের বিপক্ষে বড় হারে বেকায়দায় পড়ে গেছে দিল্লি। বাকি থাকা দুই ম্যাচে জয়ের পাশাপাশি প্লে-অফে জায়গা করে নিতে দলগুলোর ওপরও নির্ভর করতে হবে দিল্লিকে। প্রথমত নিজেদের বাকি থাকা দুই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় দরকার দিল্লির। সেইসঙ্গে লখনৌ যেন নিজেদের বাকি থাকা ৩ ম্যাচের অন্তত ১টায় হারে সেই প্রার্থনা করতে হবে তাদের। এই ক্ষেত্রে দিল্লি পাবে ১৭ পয়েন্ট। মুম্বাই ইন্ডিয়ান্স পরে পাঞ্জাবকে হারালেও আটকে থাকবে ১৬ পয়েন্টে।

তবেবে এক ম্যাচ জিতেও প্লে-অফে যেতে পারে বর্তমানে ৫ম স্থানে থাকা দিল্লি। সেজন্য পরিস্থিতি অবশ্য খানিক জটিল। প্রথমত, দিল্লিকে অবশ্যই মুম্বাইয়ের বিপক্ষে জিততে হবে। দ্বিতীয়ত, মুম্বাইয়ের বিপক্ষে হারলেই বাদ তারা। মুম্বাইকে পাঞ্জাবের বিপক্ষে হারতে হবে। এ ছাড়া লখনৌকে বাকি থাকা তিন ম্যাচের একটায় অন্তত হারতে হবে।

এই অবস্থায় দিল্লির ঝুলিতে থাকবে ১৫ পয়েন্ট। মুম্বাইয়ের অর্জন হবে ১৪ পয়েন্ট। আর লখনৌ আটকে থাকবে ১৪ কিংবা এর কমে। তবে সবকিছু নির্ভর করবে ২১ তারিখের ম্যাচের ওপর। সেদিন মুম্বাইয়ের মাঠে তাদেরকেই হারাতে হবে দিল্লির। ওই ম্যাচ জেতা ছাড়া বিকল্প নেই মুস্তাফিজের দলের।

লখনৌ সুপার জায়ান্টস

মুম্বাই ও দিল্লির চেয়ে পিছিয়ে আছে লখনৌ সুপার জায়ান্ট। নিজেদের বাকি থাকা তিন ম্যাচ জিতলেই হবে না, সেই সঙ্গে নেট রান রেটও বাড়াতে হবে। যা খুবই কঠিন পরিস্থিতি। আজ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে লখনৌ। এই ম্যাচে যদি লখনৌ হারে, তাহলে প্লে-অফের লড়াইয়ে কার্যত থাকবে দিল্লি এবং মুম্বাই।

Tag :

Please Share This Post in Your Social Media


আইপিএল প্লে-অফের এক জায়গার লড়াইয়ে তিন দল, কার কী সমীকরণ

Update Time : ০১:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক

চলমান আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপর একে একে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে।

তবে গতকাল অবধি অফিসিয়ালি প্লে-অফ নিশ্চিত ছিল না কোনো দলেরই। দিল্লি ক্যাপিটালসকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। একই সঙ্গে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। ফল বাকি রয়েছে একটি মাত্র জায়গা। লড়াইয়ে তিন দল-মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস।

১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট রয়েছে মুম্বাইয়ের ঝুলিতে। নেট রান রেট ১.১৫৬। বাকি রয়েছে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস ও জয়পুরে পাঞ্জাব কিংস ম্যাচ। আপাতত যা পরিস্থিতি, অপেক্ষমান তিন দলের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে হার্দিক পান্ডিয়ার দল। একটা জয়েই প্লে-অফ নিশ্চিত হয়ে যেতে পারে মুম্বাইয়ের।

বিজ্ঞাপন

আর সেটা যদি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হয়, তাহলে কার্যত নিশ্চিত। মুম্বাই সর্বাধিক ১৮ পয়েন্টে পৌঁছাতে পারে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস সর্বাধিক ১৫ পয়েন্টে। লখনৌও সর্বাধিক ১৬ পয়েন্টে পৌঁছতে পারে, তবে তাদের নেট রান রেট মাইনাসে। লখনৌ যদি বাকি তিন ম্যাচ সব মিলিয়ে ৩০০ রানের ব্যবধানে জেতে তবেই মুম্বাইয়ের নেট রান রেটকে ছাপিয়ে যেতে পারবে। আর সেটা না হলে মুম্বাই একটা জিতলেই যথেষ্ট। কিন্তু দু-ম্যাচ হারলে তখন আর প্লে-অফ নিজেদের হাতে থাকবে না।

দিল্লি ক্যাপিটালস

নিজেদের সর্বশেষ ম্যাচে গুজরাটের বিপক্ষে বড় হারে বেকায়দায় পড়ে গেছে দিল্লি। বাকি থাকা দুই ম্যাচে জয়ের পাশাপাশি প্লে-অফে জায়গা করে নিতে দলগুলোর ওপরও নির্ভর করতে হবে দিল্লিকে। প্রথমত নিজেদের বাকি থাকা দুই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় দরকার দিল্লির। সেইসঙ্গে লখনৌ যেন নিজেদের বাকি থাকা ৩ ম্যাচের অন্তত ১টায় হারে সেই প্রার্থনা করতে হবে তাদের। এই ক্ষেত্রে দিল্লি পাবে ১৭ পয়েন্ট। মুম্বাই ইন্ডিয়ান্স পরে পাঞ্জাবকে হারালেও আটকে থাকবে ১৬ পয়েন্টে।

তবেবে এক ম্যাচ জিতেও প্লে-অফে যেতে পারে বর্তমানে ৫ম স্থানে থাকা দিল্লি। সেজন্য পরিস্থিতি অবশ্য খানিক জটিল। প্রথমত, দিল্লিকে অবশ্যই মুম্বাইয়ের বিপক্ষে জিততে হবে। দ্বিতীয়ত, মুম্বাইয়ের বিপক্ষে হারলেই বাদ তারা। মুম্বাইকে পাঞ্জাবের বিপক্ষে হারতে হবে। এ ছাড়া লখনৌকে বাকি থাকা তিন ম্যাচের একটায় অন্তত হারতে হবে।

এই অবস্থায় দিল্লির ঝুলিতে থাকবে ১৫ পয়েন্ট। মুম্বাইয়ের অর্জন হবে ১৪ পয়েন্ট। আর লখনৌ আটকে থাকবে ১৪ কিংবা এর কমে। তবে সবকিছু নির্ভর করবে ২১ তারিখের ম্যাচের ওপর। সেদিন মুম্বাইয়ের মাঠে তাদেরকেই হারাতে হবে দিল্লির। ওই ম্যাচ জেতা ছাড়া বিকল্প নেই মুস্তাফিজের দলের।

লখনৌ সুপার জায়ান্টস

মুম্বাই ও দিল্লির চেয়ে পিছিয়ে আছে লখনৌ সুপার জায়ান্ট। নিজেদের বাকি থাকা তিন ম্যাচ জিতলেই হবে না, সেই সঙ্গে নেট রান রেটও বাড়াতে হবে। যা খুবই কঠিন পরিস্থিতি। আজ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে লখনৌ। এই ম্যাচে যদি লখনৌ হারে, তাহলে প্লে-অফের লড়াইয়ে কার্যত থাকবে দিল্লি এবং মুম্বাই।