আগুনে দগ্ধ ব্রাজিলের সাবেক অধিনায়ক

  • Update Time : ০৩:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 65

স্পোর্টস ডেস্ক

চলতি মাসেই (৮ মে) ৪৭ বছরে পা দিয়েছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক লুসিও পেরেইরা ডি সিলভা। ২০২০ সালে পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণের পর এখন তিনি পুরোদস্তুর পারিবারিক ব্যস্ততায় আছেন। এরই মাঝে অগ্নি দুর্ঘটনার শিকার হলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের এই তারকা ডিফেন্ডার। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্ত্রী মারিলিয়া ফরজিয়ানি।

গত বৃহস্পতিবার ব্রাজিলের ফেডারেল জেলা ব্রাজিলিয়ায় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার মুখে পড়েন লুসিও। বাসা-বাড়িতে উষ্ণতা বৃদ্ধির কাজে ব্যবহৃত ‘ইকোলজিক্যাল ফায়ারপ্লেস’ বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো। ‘গ্লোবো’র তথ্যমতে- লুসিও’র শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। ওই সময় স্ত্রী মারিলিয়া তার সঙ্গে থাকলেও তিনি অক্ষত আছেন।

বৃহস্পতিবার রাত থেকে হাসপাতালের আইসিইউতে থাকা সাবেক ব্রাজিল তারকার শারিরীক অবস্থা নিয়ে স্ত্রী মারিলিয়া জানান, ‘আমরা ইকোলজিক্যাল ফায়ারপ্লেস বিস্ফোরণের মুখে পড়েছি। দগ্ধ শরীর নিয়ে তাৎক্ষণিকভাবেই লুসিয়াসকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার স্থিতিশীল অবস্থায় ফিরতে সময় লাগবে। শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। চিকিৎসা প্রক্রিয়াটি যেহেতু সময়সাপেক্ষ তাই আমাদের এতটুকুই জানানো হয়েছে।’

এর আগে ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ব্রাজিল দলের সদস্য ছিলেন লুসিও। এ ছাড়া জাতীয় দলের জার্সিতে জিতেছেন দুটি কনফেডারেশন্স কাপ। এ ছাড়া ইন্টার মিলানের হয়ে ২০১০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও অভিজ্ঞতা আছে লুসিও’র। আন্তর্জাতিক সূচির বাইরে সাবেক এই সেলেসাও অধিনায়ক স্বদেশি ক্লাব সাও পাওলো, পালমেইরাস এবং ইউরোপীয় জায়ান্ট বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, জুভেন্তাস এবং বায়ার লেভারকুসেনের জার্সিও গায়ে জড়িয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


আগুনে দগ্ধ ব্রাজিলের সাবেক অধিনায়ক

Update Time : ০৩:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক

চলতি মাসেই (৮ মে) ৪৭ বছরে পা দিয়েছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক লুসিও পেরেইরা ডি সিলভা। ২০২০ সালে পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণের পর এখন তিনি পুরোদস্তুর পারিবারিক ব্যস্ততায় আছেন। এরই মাঝে অগ্নি দুর্ঘটনার শিকার হলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের এই তারকা ডিফেন্ডার। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্ত্রী মারিলিয়া ফরজিয়ানি।

গত বৃহস্পতিবার ব্রাজিলের ফেডারেল জেলা ব্রাজিলিয়ায় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার মুখে পড়েন লুসিও। বাসা-বাড়িতে উষ্ণতা বৃদ্ধির কাজে ব্যবহৃত ‘ইকোলজিক্যাল ফায়ারপ্লেস’ বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো। ‘গ্লোবো’র তথ্যমতে- লুসিও’র শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। ওই সময় স্ত্রী মারিলিয়া তার সঙ্গে থাকলেও তিনি অক্ষত আছেন।

বৃহস্পতিবার রাত থেকে হাসপাতালের আইসিইউতে থাকা সাবেক ব্রাজিল তারকার শারিরীক অবস্থা নিয়ে স্ত্রী মারিলিয়া জানান, ‘আমরা ইকোলজিক্যাল ফায়ারপ্লেস বিস্ফোরণের মুখে পড়েছি। দগ্ধ শরীর নিয়ে তাৎক্ষণিকভাবেই লুসিয়াসকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার স্থিতিশীল অবস্থায় ফিরতে সময় লাগবে। শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। চিকিৎসা প্রক্রিয়াটি যেহেতু সময়সাপেক্ষ তাই আমাদের এতটুকুই জানানো হয়েছে।’

এর আগে ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ব্রাজিল দলের সদস্য ছিলেন লুসিও। এ ছাড়া জাতীয় দলের জার্সিতে জিতেছেন দুটি কনফেডারেশন্স কাপ। এ ছাড়া ইন্টার মিলানের হয়ে ২০১০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও অভিজ্ঞতা আছে লুসিও’র। আন্তর্জাতিক সূচির বাইরে সাবেক এই সেলেসাও অধিনায়ক স্বদেশি ক্লাব সাও পাওলো, পালমেইরাস এবং ইউরোপীয় জায়ান্ট বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, জুভেন্তাস এবং বায়ার লেভারকুসেনের জার্সিও গায়ে জড়িয়েছেন।